David Warner: বিশ্বকাপে বিরাট কীর্তি! ভিভ রিচার্ডস-সচিনের যে রেকর্ড ভেঙে দিলেন ডেভিড ওয়ার্নার…

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 08, 2023 | 5:19 PM

IND vs AUS, ICC World Cup 2023: ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে খেলেছিল অস্ট্রেলিয়া। সেই সিরিজে প্রথম ২ ম্যাচ হারে অজিরা। অবশ্য তৃতীয় ম্যাচে জেতে অস্ট্রেলিয়া। এ বার দেখার আজ চিপকে দুই দলের বিশ্বকাপ সফর শুরুর ম্যাচে জেতে কারা।

David Warner: বিশ্বকাপে বিরাট কীর্তি! ভিভ রিচার্ডস-সচিনের যে রেকর্ড ভেঙে দিলেন ডেভিড ওয়ার্নার...
David Warner: বিশ্বকাপে বিরাট কীর্তি! ভিভ রিচার্ডস-সচিনের যে রেকর্ড ভেঙে দিলেন ডেভিড ওয়ার্নার...
Image Credit source: X

Follow Us

চেন্নাই: ২২ গজে প্রতিনিয়ত একাধিক রেকর্ড ভাঙা-গড়ার কাজ করেন ক্রিকেটাররা। ভারতের মাটিতে চলছে বিশ্ব ক্রিকেটের মহাযুদ্ধ। আজ চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি রোহিত শর্মার ভারত এবং প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। টস জিতে চিপকে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কামিন্স। ওপেনিংয়ে নামেন ডেভিড ওয়ার্নার (David Warner) ও মিচেল মার্শ। ভারতের বিরুদ্ধে এ বারের বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ম্যাচে নেমেই রেকর্ড গড়েছেন ওয়ার্নার। শুধু রেকর্ড গড়েছেন বললে সম্পূর্ণ বলা হবে না। কারণ, তিনি ভেঙে ফেলেছেন সচিন তেন্ডুলকর, ভিভ রিচার্ডসদের গড়া রেকর্ড। চিপকে কোন রেকর্ড গড়েছেন ওয়ার্নার? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

চিপকে কোন রেকর্ড গড়লেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার?

ভারতের বিরুদ্ধে আজ চিপকে শুরুতে ভালো ছন্দে ছিলেন ডেভিড ওয়ার্নার। তিনি ওডিআই বিশ্বকাপে কম ইনিংসে দ্রুততম ১০০০ রান পূরণ করা প্রথম ব্যাটার হয়েছেন। এর আগে এই কীর্তি ছিল ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের ঝুলিতে। ডেভিড ওয়ার্নার ওডিআই বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করেছেন ১৯টি ইনিংসে। এর আগে সচিন-এবিডি এই কীর্তি গড়েন ২০টি ইনিংসে।


ওডিআই বিশ্বকাপে দ্রুত ১০০০ রান করা ক্রিকেটারদের তালিকা (ইনিংস অনুযায়ী) —

১. ডেভিড ওয়ার্নার – ১৯ ইনিংস

২. সচিন তেন্ডুলকর – ২০ ইনিংস

৩. এবি ডি ভিলিয়ার্স – ২০ ইনিংস

৪. ভিভিয়ান রিচার্ডস – ২১ ইনিংস

৫. সৌরভ গঙ্গোপাধ্যায় – ২১ ইনিংস

৬. মার্ক ওয়া – ২২ ইনিংস

৭. হার্শল গিবস – ২২ ইনিংস

৫২ বলে আজ ৪১ রান করে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার। তাঁর উইকেট নেন কুলদীপ যাদব। কট অ্যান্ড বোল্ড হন ওয়ার্নার। আজ, ভারত অধিনায়ক রোহিত শর্মা সামনে রয়েছে ওয়ার্নারের সদ্য গড়া এই রেকর্ড ভেঙে দেওয়ার। অজিদের বিরুদ্ধে চিপকে রান তাড়া করতে নেমে ২২ রান করতে পারলেই রোহিত শর্মা ওডিআই বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করে ফেলবেন। কারণ রোহিত ইতিমধ্যেই ১৭টি ইনিংসে ওডিআই বিশ্বকাপে ৯৭৮ রান করেছেন।

Next Article