ICC World Cup: ‘সর্বকালের সেরা’, ম্যাক্সির ইনিংস নিয়ে এমনই দাবি অজি অধিনায়কের

ICC world cup 2023, Pat Cummins-Glenn Maxwell: আফগানিস্তান এই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে। এ ছাড়াও দুই প্রাক্তন চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকেও হারিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অ্যাডভান্টেজ ছিল। দু-বার ম্যাক্সওয়েলের ক্যাচ ফসকায় আফগান ফিল্ডাররা। আর ম্যাক্সির ক্যাচ ফেললে কী হতে পারে, তার ফলাফলও হাতেনাতে পেল। অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ২০২ রান যোগ করে গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স।

ICC World Cup: 'সর্বকালের সেরা', ম্যাক্সির ইনিংস নিয়ে এমনই দাবি অজি অধিনায়কের
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 2:49 AM

মুম্বই: ক্রিকেট মাঠে সেরা আসন কোনটা? প্রশ্নটা যদি বুঝতে অসুবিধা হয়, তা হলে আরও একটু পরিষ্কার করে বলা যায়, খেলা দেখার জন্য সেরা আসন। গ্যালারির অনেক জায়গা থেকেই হয়তো ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাক্সওয়েলের এই ইনিংসকে সবচেয়ে ভালো যিনি ব্যাখ্যা করতে পারবেন, তিনি প্যাট কামিন্স। উল্টো প্রান্তে ছিলেন অজি অধিনায়ক। দর্শক হিসেবে এর চেয়ে সেরা ভিউ পাওয়া কঠিন। সফল রান তাড়ায় বেশ কিছু বড় ইনিংস রয়েছে। কিন্তু কোনও ডাবল সেঞ্চুরি ছিল না। পরিস্থিতির নিরিখে কেউ প্রত্যাশাও করেনি অস্ট্রেলিয়া এই ম্যাচ জিততে পারে। ২৯২ রান তাড়া করতে নেমে ১৯তম ওভারেই ৯১ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। আর তারপরই ম্যাক্সওয়েলের ম্যাজিক ইনিংস। ওডিআই ক্রিকেটের ইতিহাসে এটিই কি সেরা ইনিংস? অজি অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য তাই বলছেন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

আফগানিস্তান এই বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে। এ ছাড়াও দুই প্রাক্তন চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কাকেও হারিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও অ্যাডভান্টেজ ছিল। দু-বার ম্যাক্সওয়েলের ক্যাচ ফসকায় আফগান ফিল্ডাররা। আর ম্যাক্সির ক্যাচ ফেললে কী হতে পারে, তার ফলাফলও হাতেনাতে পেল। অষ্টম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ২০২ রান যোগ করে গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স। এর মধ্যে অজি অধিনায়ক কামিন্সের অবদান মাত্র ১২ রান।

গ্লেন ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেন। এমন একটা অবিশ্বাস্য ইনিংস দেখে ভাষা হারিয়েছেন প্যাট কামিন্স। ম্যাচ শেষে পরিষ্কার বলেন, ‘কী বলব, অসম্ভব! এই ইনিংসকে কী ভাবে বর্ণনা করা উচিত জানি না। ম্যাক্সি যেন ভিন গ্রহের। ওডিআই ক্রিকেটের ইতিহাসে এটাই সেরা ইনিংস।’ একটা সময় অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা এক শতাংশেরও কম ছিল। পুরো পরিস্থিতিই বদলে দেন ম্যাক্সওয়েল।

কামিন্স আরও বলেন, ‘এটা এমনই একটা ম্যাচ, যখন কেউ গর্ব করে বলতে পারবে, ওই ম্যাচটায় আমি মাঠে ছিলাম। নিজেদের খুব লাকি মনে হচ্ছে।’ পার্টনারশিপ নিয়ে প্রশ্ন উঠতেই কামিন্স মজা করে বলেন, ‘আমি তো স্ট্রাইকই পাচ্ছিলাম না। শুধু ম্যাক্সির খেলা দেখেছি বলতে পারেন। মানে এই পার্টনারশিপ নিয়ে কীই বা বলতে পারি?’ কামিন্স যেন বোঝাতে চাইলেন, পুরোটাই ওয়ান ম্যান শো। ম্যাক্সি ম্যাজিক।