ICC World Cup: বিতর্কের পরই বিশ্বকাপের বাইরে সাকিব, পরিবর্তে এনামূল

ICC world cup 2023, Shakib Al Hasan: শ্রীলঙ্কার বিরুদ্ধে অলরআউন্ড পারফরম্যান্সের মাঝেই আঙুলে চোট পান সাকিব। এক্স রে-র পর চোট গুরুতর বলে ধরা পড়েছে। সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের। এই বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে পাওয়া যাবে না সাকিবকে। তাঁর পরিবর্ত হিসেবে এনামূল হক বিজয়কে নিশ্চিত করেছে আইসিসি। জাতীয় দলের হয়ে ৪৫টি ওডিআই খেলেছেন এনামূল।

ICC World Cup: বিতর্কের পরই বিশ্বকাপের বাইরে সাকিব, পরিবর্তে এনামূল
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 8:35 PM

নয়াদিল্লি: নিয়মের মধ্যে থেকেই যা করার করেছেন। যদিও সাকিবকে নিয়ে বিতর্ক থামছে না। আন্তর্জাতিক ক্রিকেটে ঐতিহাসিক ঘটনা হয়েছে দিল্লিতে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের পরিস্থিতি যা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বার কোনও ব্যাটার ‘টাইমড আউট’ হন। হতাশার দিনে ইতিহাসে শ্রীলঙ্কা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। আর বিতর্কের কেন্দ্রীয় চরিত্রে থাকা সাকিব আল হাসান বাংলাদেশের শেষ ম্যাচ থেকে ছিটকেই গেলেন। তাঁর পরিবর্তও ঘোষণা করা হয়েছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স সাকিব আল হাসানের। রান তাড়ায় শান্তর সঙ্গে ১৬৯ রানের জুটি গড়েন। বিশ্বকাপের মঞ্চে প্রথম বার শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ। শ্রীলঙ্কা ইনিংসের ২৫তম ওভারে বিতর্ক। সাদিরা সমরবিক্রমের আউটের ক্রিজে আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। হঠাৎ তিনি বুঝতে পারেন হেলমেটে সমস্যা রয়েছে। অন্য হেলমেট চেয়ে পাঠান। বিশ্বকাপে আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটার আউট কিংবা অবসর নেওয়ার দু-মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে প্রথম বল ফেস করার জন্য রেডি হতে হবে। দেরি হওয়ায় বাংলাদেশ অধিনায়ক সাকিব আবেদন করেন। নিয়ম মেনেই আউট দেন আম্পায়ার। যদিও বিতর্ক রয়েই গিয়েছে। ভিডিয়ো প্রমাণ দিয়ে ম্যাথিউস বলেন ৫ সেকেন্ড বাকি ছিল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে অলরআউন্ড পারফরম্যান্সের মাঝেই আঙুলে চোট পান সাকিব। এক্স রে-র পর চোট গুরুতর বলে ধরা পড়েছে। সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের। এই বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে পাওয়া যাবে না সাকিবকে। তাঁর পরিবর্ত হিসেবে এনামূল হক বিজয়কে নিশ্চিত করেছে আইসিসি। জাতীয় দলের হয়ে ৪৫টি ওডিআই খেলেছেন এনামূল।