
ধরমশালা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়। বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচ জিতে পয়েন্ট টেবলের শীর্ষে। ভারতীয় ক্রিকেট প্রেমীদের আনন্দিত হওয়ার কথা। ধরমশালার পাশাপাশি পুরো দেশই আনন্দে মেতেছে। টিম ইন্ডিয়ার জয়ে ভূমিকা রয়েছে সকলেরই। তবে আলাদা করে বলতে হয় মহম্মদ সামি এবং বিরাট কোহলির কথা। নিউজিল্যান্ড যে ভাবে ব্যাটিং করছিল তাতে ভারতের টার্গেট ৩৫০-ও হতে পারত। স্লগ ওভারে সামির অনবদ্য বোলিংই ভারতকে ম্যাচে ফেরায়। রান তাড়ায় অনবদ্য ব্যাটিং বিরাট কোহলির। সামিকে নিয়ে বাড়তি উচ্ছ্বাস অধিনায়ক রোহিতের। এ বারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেন। তাতে কামাল। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৪ রানে ৫ উইকেট নেন সামি। প্রতিপক্ষকে ২৭৩ রানেই অলআউট করে ভারত। এর পর চেজমাস্টার বিরাট কোহলির ৯৫ রানের অনবদ্য ইনিংস। অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘সামি দু-হাতে সুযোগ কাজে লাগিয়েছে। ও ক্লাস বোলার। অভিজ্ঞতাও প্রচুর। এখানকার পরিস্থিতিটাকে দারুণ ভাবে কাজে লাগিয়েছে।’ রোহিত আরও যোগ করেন, ‘একটা সময় নিউজিল্যান্ডের পার্টনারশিপ বড় হচ্ছিল। শিশিরের প্রভাবও পড়ছিল। তবে বোলারদের কৃতিত্ব দিতেই হবে। শেষ দিকে দুর্দান্ত বোলিং হয়েছে। টুর্নামেন্টে আমাদের শুরুটা ভালো হয়েছে। তবে কাজ এখনও শেষ হয়নি।’
স্বাভাবিক ভাবেই বিরাট কোহলির ইনিংস প্রসঙ্গও উঠে এল। রোহিত বলেন, ‘বিরাট সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। ও বহু বছর ধরে এমন চমকপ্রদ ইনিংস খেলে আসছে। নিজের ওপর আস্থা রাখে। শেষ দিকে কয়েকটা উইকেট হারিয়ে একটু চাপে ছিলাম। কিন্তু বিরাট ও জাডেজা দলের জয় নিশ্চিত করে।’ রান তাড়ায় ভারতের শুরুটা দুর্দান্ত হয়েছিল। অধিনায়ক রোহিত শর্মা এবং তরুণ ওপেনার শুভমন গিল পাওয়ার প্লে দারুণ কাজে লাগান। রোহিত ৪০ বলে ৪৬ রান করেন। রোহিত বলছেন, ‘শুভমনের সঙ্গে সারাক্ষণ আলোচনা করতে থাকি। আমরা খুব বেশি রান করতে পারিনি। তবে দল জিতেছে, এটাই আসল।’