AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ICC World Cup: বড় দলের সেমিফাইনাল ভাগ্য এখন রশিদদের হাতে! দেখে নিন অঙ্ক

ICC World Cup 2023, State of Play: পাকিস্তানের কি এখনও সেমিফাইনালের সম্ভাবনা রয়েছে? অন্তত আজকের ম্যাচে বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে ৭ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট হবে ৬। এরপর ম্যাচ বাকি থাকছে নিউজিল্যান্ড ও ইংল্য়ান্ডের বিরুদ্ধে। অর্থাৎ সর্বাধিক ১০ পয়েন্টে পৌঁছতে পারে পাকিস্তান। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, দু-দলই যদি পা হড়কায়, অঙ্কে ঢুকে পড়বে পাকিস্তান। সবটাই জটিল থেকে জটিল অঙ্ক। আফগানিস্তানের পারফরম্যান্স যে বড় দলগুলিকে চাপে ফেলেছে, এ কথা বলাই যায়।

ICC World Cup: বড় দলের সেমিফাইনাল ভাগ্য এখন রশিদদের হাতে! দেখে নিন অঙ্ক
Image Credit: ICC
| Edited By: | Updated on: Oct 31, 2023 | 12:22 AM
Share

মুম্বই: হাফডজন ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত। এরপরই রয়েছে দক্ষিণ আফ্রিকা। শীর্ষ চারে রয়েছে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারত ছয় ম্যাচ জিতলেও সরকারি ভাবে এখনও সেমিফাইনাল নিশ্চিত নয়। স্বাভাবিক ভাবেই বাকি তিন দলেরও একই পরিস্থিতি। ভারত পরবর্তী ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে। তবে আফগানিস্তান যেন সব সমীকরণ বদলে দিল। ভারতীয় দল তেমন সমস্যায় না থাকলেও, অন্তত নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার জন্য পরিস্থিতি জটিল করল আফগানিস্তান। তেমনই ক্ষীণ আশার আলো আজ ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে নামতে চলা বাবর আজমদের কাছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চিত্রটা কেমন?

  1. পয়েন্ট টেবলে শীর্ষে রয়েছে ভারত। প্রথম ছ’ম্যাচেই জিতেছে তারা। ১২ পয়েন্ট সেমিফাইনালে এক পা ফেলে রেখেছে। ভারতের ম্যাচ বাকি শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এর মধ্যে একটি জয়েই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের।
  2. ছয় ম্যাচে পাঁচটি জয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের রানরেটও খুবই ভালো। প্রোটিয়াদের ম্যাচ বাকি রয়েছে নিউজিল্যান্ড, ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে। তাদের রাস্তাও খুব কঠিন নাও হতে পারে। দু-ম্যাচ জিতলে কোনও অঙ্কই নেই। কিন্তু বাকি তিন ম্যাচে হারলে! সেমিফাইনালের রাস্তা বন্ধ হয়ে যেতে পারে।
  3. তিন ও চারে রয়েছে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। দুই দলেরই রয়েছে ৮ পয়েন্ট করে। নিউজিল্যান্ডের ম্যাচ বাকি দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে। এখান থেকে তিন ম্যাচ হারলে ছিটকে যাবে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বাকি রয়েছে আরও তিন ম্যাচ। তারা যদি তিন ম্যাচেই জেতে সর্বাধিক ১২ পয়েন্টে পৌঁছতে পারবে।
  4. আফগানিস্তানের ম্যাচ বাকি রয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। পরের ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে পারলে টপ ফোরে ঢুকে পড়তে পারে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকা ফর্মে থাকলেও ভুললে চলবে না, নেদারল্যান্ডস কিন্তু হারিয়েছিল তাদের। সুতরাং, আফগানিস্তান হারাতে পারবে না, এ কথা হলপ করে বলা যায় না। নিজেদের তিন ম্যাচ জেতার পাশাপাশি আফগানরা চাইবে, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া অন্তত দুটি করে ম্যাচ হারুক।
  5. অস্ট্রেলিয়ারও ৮ পয়েন্ট রয়েছে। তাদের ম্যাচ বাকি ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে। এ বারের বিশ্বকাপে চমক দিয়েছে আফগানিস্তান। তাদের স্পিন বোলিং লাইন আপ চাপে ফেলতে পারে অজিদের। তেমনই কিছু হারানোর ভয় না থাকা ইংল্যান্ডের বিরুদ্ধেও কঠিন চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার সামনে।
  6. শ্রীলঙ্কার সামনেও দরজা পুরোপুরি বন্ধ বলা যায় না। তাদের ম্যাচ বাকি রয়েছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পরবর্তী তিন ম্যাচ বড় ব্যবধানে জিতলে তারাও সমীকরণে ঢুকে পড়বে।
  7. পাকিস্তানের কি এখনও সেমিফাইনালের সম্ভাবনা রয়েছে? অন্তত আজকের ম্যাচে বিশাল ব্যবধানে বাংলাদেশকে হারাতে পারলে অবশ্যই রয়েছে। সেক্ষেত্রে ৭ ম্যাচে পাকিস্তানের পয়েন্ট হবে ৬। এরপর ম্যাচ বাকি থাকছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে। অর্থাৎ সর্বাধিক ১০ পয়েন্টে পৌঁছতে পারে পাকিস্তান। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, দু-দলই যদি পা হড়কায়, অঙ্কে ঢুকে পড়বে পাকিস্তান। সবটাই জটিল থেকে জটিল অঙ্ক।
  8. আফগানিস্তান শেষ অবধি সেমিফাইনালে যেতে পারবে কিনা, সময় বলবে। তাদের পারফরম্যান্স যে বড় দলগুলিকে চাপে ফেলেছে, এ কথা বলাই যায়। আফগানিস্তান যেমন নিজেদের সেমিফাইনাল নিশ্চিত করতে পারে, তেমনই কোনও দলকে চাপে এবং কোনও দলকে আশার আলোও দেখাতে পারে। পরিস্থিতি তেমনই।