ICC World Cup 2023: ‘ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে আইসিসি’, এমন বিস্ফোরক মন্তব্য কার?
Virender Sehwag: দেশের মাটিতে যেহেতু ওডিআই বিশ্বকাপ হচ্ছে, তাই মেন ইন ব্লু অন্যতম ফেভারিট। প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ মতে এ বারের বিশ্বকাপের (ICC World Cup 2023) চার সেমিফাইনালিস্টের মধ্যে প্রথমেই রয়েছে ভারত। সঙ্গে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

নয়াদিল্লি: দীর্ঘ ২৮ বছর পর ভারতের মুঠোয় দ্বিতীয় বিশ্বকাপ (ICC World Cup) এসেছিল। সে বার মহেন্দ্র সিং ধোনি ছিলেন ভারত অধিনায়ক। তারপর ১২ বছর কেটে গিয়েছে। চলছে ভারতের বিশ্বকাপ ট্রফির খরা। সেই খরা এ বার ক্যাপ্টেন রোহিত শর্মা ধরে কাটা শুধু সময়ের অপেক্ষা। আইসিসির (ICC) এই মেগা টুর্নামেন্টের শুরুটা ভারত (India) জয় দিয়ে করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে বিশ্বকাপে বিরাট-রাহুলরা প্রথম ম্যাচ জিতেছেন। এরই মাঝে প্রাক্তন ভারতীয় তারকা ওপেনার বলেছেন, ‘ভারতে বিশ্বকাপ জিততে সাহায্য করবে আইসিসি।’ এমন বিস্ফোরক মন্তব্য করলেন কে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগ সম্প্রতি এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর মনে হয় এ বারের বিশ্বকাপ জিততে ভারতকে সাহায্য করবে আইসিসি। বীরুর মতে, ভারত যদি বিশ্বকাপের শেষ অবধি থাকে তা হলে ভিউয়ারশিপ এবং স্পনসরদের থেকে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে আইসিসি। এই প্রসঙ্গে সেওয়াগ বলেন, ‘আমার বিশ্বাস আইসিসি এ বার ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করবে। পিচ প্রস্তুত করবে স্থানীয় মাঠকর্মীরা। একইসঙ্গে ভারত যদি টুর্নামেন্টের শেষ অবধি পৌঁছে যায় তা হলে আর্থিক দিক থেকে অনেক লাভ হবে এমনটা জানে আইসিসি। সেমিফাইনালের পিচও তৈরি হবে এমন, যাতে মেন ইন ব্লু সুবিধা পায়।’
এর আগে ভারতের প্রাক্তন বিধ্বংসী ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ বলেছিলেন, ২০১১ সালে ভারতীয় টিম সচিন তেন্ডুলকরের জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিল। এবং সেই স্বপ্ন সফলও করতে পেরেছিল মেন ইন ব্লু। বীরুর মতে এ বারের বিশ্বকাপ টিম ইন্ডিয়ার জেতা উচিত বিরাট কোহলির জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কাপযাত্রা শুরু করেছে ভারত। সেই ম্যাচে ৮৫ রানের দুরন্ত ইনিংস উপহার দিয়েছিলেন বিরাট কোহলি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছিলেন লোকেশ রাহুল। তিনি ৯৭ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন।





