ICC World Cup, Opening Ceremony: উদ্বোধনের আগেই উদ্বোধন বিশ্বকাপে, মঞ্চ মাতাবেন আশা-অরিজিৎ-রণবীর

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 02, 2023 | 3:28 PM

ICC World Cup 2023: দেশের মাঠে ওডিআই বিশ্বকাপ। ভারতীয় ক্রিকেট প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। ১০দল ভারতের ১০টি ভেনুতে বিশ্বকাপ খেলবে। ৫ অক্টোবর 'ডি-ডে'। তার এক দিন আগে থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

ICC World Cup, Opening Ceremony: উদ্বোধনের আগেই উদ্বোধন বিশ্বকাপে, মঞ্চ মাতাবেন আশা-অরিজিৎ-রণবীর
ICC World Cup, Opening Ceremony: উদ্বোধনের আগেই উদ্বোধন বিশ্বকাপে, মঞ্চ মাতাবেন আশা-অরিজিৎ-রণবীর

Follow Us

আমেদাবাদ: ৫ অক্টোবর ‘ডি-ডে’। দেশের মাঠে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup)। ভারতীয় ক্রিকেট প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। ১০দল ভারতের ১০টি ভেনুতে বিশ্বকাপ খেলবে। বিশ্বকাপের বল মাঠে গড়ানোর ঠিক একদিন আগে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ওপেনিং সেরেমনি (Opening Ceremony)। তারকায় ঠাসা এ বারের ওডিআই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। TV9Bangla Sports এর এই প্রতিবেদনে জেনে নিন বিশ্বকাপের ওপেনিং সেরেমনিতে কে কে পারফর্ম করতে চলেছেন।

বিশ্বকাপ শুরু হওয়ার একদিন আগে হবে ক্যাপ্টেন্স মিট। সেই দিনই উদ্বোধনী অনুষ্ঠান করার কথা ভেবেছে বিসিসিআই। কারণ, ওডিআই বিশ্বকাপের ম্যাচগুলি শুরু হবে দুপুর ২টো থেকে। তাই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য হাতে পর্যাপ্ত সময় পাওয়া যাবে না। সে কথা মাথায় রেখে ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেক্ষেত্রে ম্যাচে কোনও প্রভাবও পড়বে না। জানা গিয়েছে, ৪ অক্টোবর ক্যাপ্টেন্স মিটের পর রাত ৭টা নাগাদ হবে ওপেনিং সেরেমনি।

এ বারের ওডিআই বিশ্বকাপের ওপেনিং সেরেমনিতে কারা পারফর্ম করবেন?

ভারতে বিশ্বকাপ আর বলিউডের ছোঁয়া থাকবে না, সে তো সম্ভব নয়। উদ্বোধনী অনুষ্ঠানেও তাই থাকঠে বলিউডের তড়কা। এনার্জেটিক বলিউড সুপারস্টার রণবীর সিং পারফর্ম করবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। তিনি বিশ্বকাপের থিম সংয়েও ছিলেন। রণবীর ছাড়া ৪ অক্টোবর আমেদাবাদ মাতাবেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে। ওপেনিং সেরেমনিতে পারফর্ম করার কথা শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, শঙ্কর মহাদেবনের।  রণবীর সিংয়ের পাশাপাশি মঞ্চ মাতানোর কথা বরুণ ধাওয়ান, তামান্না ভাটিয়ারও। জানা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এক লেজ়ার শো-য়েরও ব্যবস্থা করা হয়েছে। সেক্ষেত্রে দুপুরে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান হলে লেজ়ার শো দেখানো যেত না। এখন অবশ্য তাতে আর কোনও সমস্যা রইল না।

দর্শকদের জন্য রয়েছে বিশেষ সুখবর। উদ্বোধনী অনুষ্ঠান একদিন এগিয়ে গেলেও, তা দেখতে পাবেন যাঁদের কাছে উদ্বোধনী ম্যাচের টিকিট থাকবে তাঁরা। তারকায় ঠাসা ওপেনিং সেরেমনির পাশাপাশি আমেদাবাদের সংস্কৃতির প্রদর্শনও দেখা যেতে পারে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই সেজে উঠেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম।

Next Article