IND vs AUS: অস্ট্রেলিয়ার ‘গর্বের গাব্বা’য় বিজয় পতাকা উড়িয়েছিল ভারত, ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়াম!

Iconic cricket stadium 'The Gabba': ব্রিসবেনের গাব্বায় ৩২ বছরে অস্ট্রেলিয়াকে কোনও দল হারাতে পারেনি। অস্ট্রেলিয়ার দুর্গ বলা হয়ে থাকে। সেই মাঠে ভাঙাচোরা দল নিয়ে নেমেছিল ভারত। বোলিং আক্রমণে সিরাজ, শার্দূল, নটরাজনরা। যাঁরা সে সময় টেস্ট ক্রিকেটে সদ্যোজাত। সেই দল নিয়েই অনবদ্য জয়। ঋষভ পন্থের ড্রাইভ বাউন্ডারিরর দিকে যেতেই ভারতীয় দলের ক্রিকেটাররা ম্যাচ ও সিরিজ জয়ের উৎসবে মাতেন। সেই স্টেডিয়ামই গুড়িয়ে দেওয়া হবে।

IND vs AUS: অস্ট্রেলিয়ার গর্বের গাব্বায় বিজয় পতাকা উড়িয়েছিল ভারত, ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়াম!
Image Credit source: Cricket Australia

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 26, 2023 | 9:00 AM

ব্রিসবেন: ‘টুটা হ্যায় গাবা কা ঘমন্ড’। লাইনটি মনে পড়ে? কিংবা, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইনের সেই কথা, ‘গাব্বায় দেখে নেব’! অস্ট্রেলিয়ার মাটিতে গত দুটি টেস্ট সিরিজ জিতেছে ভারত। ২০১৮ সালে প্রথম বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। প্রথম জয় সবসময়ই স্মরণীয়। তবে বছর দুয়েক পরের সিরিজ জয় অনেক বেশি আইকনিক ছিল। তার মধ্যে ঐতিহ্যের গাব্বায় সিরিজ জয় নিশ্চিত হয়েছিল। সিরিজের শেষ টেস্ট ছিল সেই মাঠেই। ব্রিসবেনের ঐতিহ্যের সেই গাব্বা ক্রিকেট স্টেডিয়াম ভেঙে ফেলা হচ্ছে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

গাব্বা কেন ভারতের কাছে আইকনিক? শুরু থেকে শুরু করা যাক। ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের সিরিজ ছিল। প্রথম ম্যাচটি ছিল গোলাপি বলে দিন-রাতের টেস্ট। মাত্র ৩৬ রানে অলআউট হয়েছিল ভারতের বিশ্ববন্দিত ব্যাটিং লাইন আপ। সেই ম্যাচের পরই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফেরার কথা ছিল বিরাট কোহলির। গোলাপি টেস্টে লজ্জার হারের পর ভারতের ঘুরে দাঁড়ানো কঠিন ছিল। তার ওপর বিরাট কোহলির মতো সেরা ব্যাটার না থাকা!

পরের ম্যাচ থেকে নেতৃত্ব দেন অজিঙ্ক রাহানে। তাঁর সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্ট জিতে সমতা ফেরায় ভারত। একের পর এক চোট ভারতকে চাপে ফেলে। সিডনিতে তৃতীয় টেস্টে তারকা ক্রিকেটারদের ছাড়াই নামতে হয় ভারতকে। অস্ট্রেলিয়ার বিধ্বংসী বোলিংয়ের সামনে বিরাট কোহলিহীন ভারতীয় ব্যাটিং। চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিনের চোয়াল চাপা লড়াই। ড্র করে ভারত। শরীরে বলের আঘাত, চোট নিয়েও অনবদ্য ব্যাটিং করেন হনুমা, অশ্বিন, পূজারা। কামিন্সদের বাউন্সার সামলানোর সঙ্গে স্লেজিং। ড্রয়ের পরিস্থিতি বুঝতে পেরে অজি অধিনায়ক টিম পেইন বলেছিলেন, গাব্বায় দেখে নেব।

ব্রিসবেনের গাব্বায় ৩২ বছরে অস্ট্রেলিয়াকে কোনও দল হারাতে পারেনি। অস্ট্রেলিয়ার দুর্গ বলা হয়ে থাকে। সেই মাঠে ভাঙাচোরা দল নিয়ে নেমেছিল ভারত। বোলিং আক্রমণে সিরাজ, শার্দূল, নটরাজনরা। যাঁরা সে সময় টেস্ট ক্রিকেটে সদ্যোজাত। নটরাজনের অভিষেক। সেই দল নিয়েই অনবদ্য জয়। ঋষভ পন্থের ড্রাইভ বাউন্ডারিরর দিকে যেতেই ভারতীয় দলের ক্রিকেটাররা ম্যাচ ও সিরিজ জয়ের উৎসবে মাতেন। সেই স্টেডিয়ামই গুড়িয়ে দেওয়া হবে।

অলিম্পিকের আসর বসবে অস্ট্রেলিয়ায়। ২০৩২ সালে ব্রিসবেনে হবে অলিম্পিক। সে কারণেই এই স্টেডিয়াম ভাঙা হবে। নতুন ধাঁচে তৈরি হবে গাব্বা। আরও বড় আকারে। দর্শকাসনও বাড়বে। অলিম্পিকের জন্যই এই স্টেডিয়ামকে প্রস্তুত করা হচ্ছে। আর এই সংস্কারের কাজে খরচ হতে পারে ভারতীয় মুদ্রায় প্রায় ১৬ হাজার কোটি টাকা!