Prithvi Shaw: ওর জায়গায় থাকলে ৭-১০ কেজি ওজন কমাতাম… পৃথ্বী শ-কে পরামর্শ নির্বাচকের

একটা সময় 'পরবর্তী সচিন' বলা হত পৃথ্বীকে। অচিরেই যেন তিনি কোথায় হারিয়ে গেলেন? পরিস্থিতির চাপে হারালেন নাকি নিজের অনিয়মে? ক্রিকেট মহল একবাক্যে বলবে, অনিয়ম, বিশৃঙ্খলা গ্রাস করেছে পৃথ্বীকে। আর তাতেই যেন তলিয়ে গিয়েছেন পৃথ্বী।

Prithvi Shaw: ওর জায়গায় থাকলে ৭-১০ কেজি ওজন কমাতাম... পৃথ্বী শ-কে পরামর্শ নির্বাচকের
ওর জায়গায় থাকলে ৭-১০ কেজি ওজন কমাতাম... পৃথ্বী শ-কে পরামর্শ নির্বাচকেরImage Credit source: PTI

Dec 06, 2024 | 9:00 PM

কলকাতা: কেরিয়ারের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে যাচ্ছেন পৃথ্বী শ (Prithvi Shaw)। এই পরিস্থিতিতে ভেঙে পড়ছেন? মুখে পরিষ্কার না বললেও, তেমনটাই বোধহয় অনুভব করছেন মুম্বইয়ের ছেলে। একটা সময় ‘পরবর্তী সচিন’ বলা হত পৃথ্বীকে। অচিরেই যেন তিনি কোথায় হারিয়ে গেলেন? পরিস্থিতির চাপে হারালেন নাকি নিজের অনিয়মে? ক্রিকেট মহল একবাক্যে বলবে, অনিয়ম, বিশৃঙ্খলা গ্রাস করেছে পৃথ্বীকে। আর তাতেই যেন তলিয়ে গিয়েছেন পৃথ্বী। পারবেন ট্র্যাকে ফিরতে? এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার প্রাক্তন নির্বাচক এক পরামর্শ দিয়েছেন পৃথ্বীকে। তাঁর কথায়, ৭-১০ কেজি ওজন কমালে পৃথ্বীর ক্রিকেট জীবনটাই হয়তো বদলে যেত।

স্পোর্টসস্টারের এক কলামে বিসিসিআইয়ের প্রাক্তন নির্বাচক যতীন পরাঞ্জপে ভারতের তরুণ ক্রিকেটার পৃথ্বী শ-কে নিয়ে বলেন, ‘যদি আমি পৃথ্বীর জায়গায় থাকতাম, তা হলে দ্রুত সবদিক পর্যবেক্ষণ করে ফিটনেসে নজর দিতাম। ওর খেলায় এই বিষয়টাই যেন মিসিং। ফিটনেস ছাড়া ওর ক্রিকেট ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে। যদি ও ৭-১০ কেজি ওজন কমাতে পারে, আর তাও নিজের শক্তি না কমিয়ে তা হলে সেটা গুরুত্বপূর্ণ হবে।’

সেখানেই থেমে না থেকে যতীন বলেন, ‘আমি যদি ওর জায়গায় থাকতাম, রামজি শ্রীনিবাসনের সঙ্গে চেন্নাইয়ে শিবিরে যোগ দিতাম। আর আগামী ২-৩ বছর পুরোপুরি বদলের পথে হাঁটতাম। আর সেটার ফলটা নজরে পড়ত আগামী ৪৫-৬০ দিনের মধ্যে।’

পৃথ্বী শ-র ফিটনেস উন্নত করার পাশাপাশি আর কী করা প্রয়োজন সে কথাও বলেছেন ভারতীয় টিমের প্রাক্তন নির্বাচক। স্পিনের বিরুদ্ধে তাঁর আরও উন্নতি করা প্রয়োজন বলে জানিয়েছেন যতীন পরাঞ্জপে। হরভজন সিং থেকে শুরু করে দেশের অন্য প্রাক্তন ক্রিকেটাররাও পৃথ্বীকে নানা পরামর্শ দিয়েছেন, যাতে তিনি ফের ক্রিকেট কেরিয়ারে সঠিক ট্র্যাকে ফিরতে পারেন।