IND VS AUS: ভারতের কাছে ফের হারলে? অজুহাত রেডি, বলছেন প্যাট কামিন্স

Oct 25, 2024 | 3:24 PM

Border-Gavaskar Trophy: প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভাঙাচোরা দল নিয়েই সিরিজ জিতে ফিরেছিল ভারত। এ বার জয়ের হ্যাটট্রিকেই লক্ষ্য। অস্ট্রেলিয়া হারলে তারা এ বার কী অজুহাত দেবে? তৈরি রেখেছেন টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স!

IND VS AUS: ভারতের কাছে ফের হারলে? অজুহাত রেডি, বলছেন প্যাট কামিন্স
Image Credit source: Cricket Australia

Follow Us

অস্ট্রেলিয়ার মাটিতে গত দুটি টেস্ট সিরিজেই জিতেছে ভারত। ২০১৮-১৯ মরসুমে ইতিহাস গড়েছিল বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। সে সময় অবশ্য নির্বাসন চলছিল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের। ভারতের কাছে হেরে ওয়ার্নার-স্মিথের অজুহাত দিয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। ২০২০-২০২১ সিরিজে অবশ্য ‘শক্তিশালী’ টিম নিয়েই খেলেছে অস্ট্রেলিয়া। উল্টে ভারত প্রবল চাপে ছিল। সিরিজ যত এগিয়েছে, শিবিরে চোট বেড়েছে। প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরেছিলেন বিরাট কোহলি। অজিঙ্ক রাহানের নেতৃত্বে ভাঙাচোরা দল নিয়েই সিরিজ জিতে ফিরেছিল ভারত। এ বার জয়ের হ্যাটট্রিকেই লক্ষ্য। অস্ট্রেলিয়া হারলে তারা এ বার কী অজুহাত দেবে? তৈরি রেখেছেন টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্স!

অস্ট্রেলিয়া ক্রিকেটে অন্যতম সেরা ক্যাপ্টেন হয়ে উঠেছেন কামিন্স। তাঁর নেতৃত্বে ভারতের মাটিতে গত ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তেমন টেস্টেও চ্যাম্পিয়ন হয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত সংস্করণের ফাইনালে ভারতকে হারিয়েই খেতাব জিতেছিল তারা। এ বার ভারতের ফাইনালের হ্যাটট্রিকও হতে পারে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চাপে থাকায় ফাইনালের রাস্তা কঠিন হচ্ছে ভারতের। ভরসা এ বার বর্ডার-গাভাসকর ট্রফি।

অজি অধিনায়ক অবশ্য মজার ছলে জানিয়ে রেখেছেন, এ বার সিরিজ হারলে কী অজুহাত দেবেন। পুরনো চোট ছিল অস্ট্রেলিয়ার পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। সম্প্রতি ইংল্যান্ড সফরে ফের চোট পেয়েছিলেন। পরিস্থিতি এমনই ছিল যে অস্ত্রোপচার করাতেই হত। সে কারণেই ভারতের বিরুদ্ধে পাওয়া যাবে না গ্রিনকে। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স একটি পডকাস্টে ছিলেন। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়, এ বারও যদি ভারত হারিয়ে দেয়? প্যাট কামিন্স বলেন, ‘আমি বলব, ক্যামেরন গ্রিনের না থাকাটাই এর কারণ।’

Next Article