চাপ সামলাতে পারলে পঞ্জাব সেরা: কেএল রাহুল

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Oct 02, 2021 | 4:53 PM

হালকা মেজাজে থাকা দল বারবার নিজেদের ওপর চাপ তৈরি করতে সক্ষম। মেনে নিচ্ছেন প্রীতির দলের অধিনায়ক কেএল রাহুলও। বলছেন, এই চাপটা (pressure) সামলাতে পারলেই তাঁদের দল সেরা। ''আমি শুরু ২ পয়েন্টের দিকেই তাকাচ্ছি। ম্যাচ শেষ করার জন্য প্রত্যেক ব্যাটসম্যানকে আলাদা আলাদ করে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে।'

চাপ সামলাতে পারলে পঞ্জাব সেরা: কেএল রাহুল
লোকেশ রাহুল। ছবি: টুইটার

Follow Us

দুবাই: পঞ্জাব কিংসের (Punjab Kings) ম্যাচ মানেই ক্রিকেট বিশেষজ্ঞরা বলে থাকেন থ্রিলার টাইম। কারণ একটাই। গোটা ম্যাচে ভালো খেলে শেষ পর্বে এসে নিজেদের রাস্তা কঠিন করতে পাঞ্জাবের জুরি মেলা ভার। গত মরসুমের আইপিএল(IPL) থেকেই প্রীতি জিন্টার দলের এই ছবি দেখতে অভ্যস্ত ক্রিকেট বিশ্ব।

উদাহরণের জন্য বেশি পেছনে তাকানোর প্রয়োজন নেই। আইপিএলের দ্বিতীয় পর্বের পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস ম্যাচটার কথাই ধরা যাক। শেষ ওভারে প্রয়োজন চার রান। সেটাও তুলতে পারেনি কেএল রাহুলের (KL Rahul) দল। কলকাতা নাইট রাইডার্সের (KKR) সঙ্গে শুক্রবারের ম্যাচেও একই ছবি। থার্ড আম্পায়ার রাহুল ত্রিপাঠীর আবেদনে সারা দিলে শেষ ওভারে পাওয়া যেত না লোকেশ রাহুলকে। তা হলে কী হত, বলা মুশকিল। শেষ ওভারেও যখন সিঙ্গলস নিয়ে ম্যাচ জেতা যেতে পারে পঞ্জাব অধিনায়ক সেখানে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হলেন। পরের বলেই শাহরুখ খান বাউন্ডারি লাইনে লোপ্পা ক্যাচ তুলে দিলেন রাহুল ত্রিপাঠীর হাতে। নেহাত রাহুল ক্যাচ মিস করলেন।

হালকা মেজাজে থাকা দল বারবার নিজেদের ওপর চাপ তৈরি করতে সক্ষম। মেনে নিচ্ছেন প্রীতির দলের অধিনায়ক কেএল রাহুলও। বলছেন, এই চাপটা (pressure) সামলাতে পারলেই তাঁদের দল সেরা। ”আমি শুরু ২ পয়েন্টের দিকেই তাকাচ্ছি। ম্যাচ শেষ করার জন্য প্রত্যেক ব্যাটসম্যানকে আলাদা আলাদ করে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। আশা করি এই জয়টা আমাদের আত্মবিশ্বাস দেবে। যেটার ওপর ভর করে এগিয়ে যেতে পারব আমরা। যদি চাপটা সামলাতে পারি তাহলেই সেরা দল গুলোর পর্যায়ে উঠে আসতে পারব।”

১২ ম্যাচে ১০ পয়েন্ট। রবিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ রাহুলদের। শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকার একটা সুযোগ আছে। বিরাটের দল একটা ম্যাচ জিতলেই প্রথম চারের তিন নম্বর জায়গাটাও বন্ধ হয়ে যাবে। থাকবে একটা মাত্র জায়গা। পঞ্জাবকে চ্যালেঞ্জ জানাতে পারে মুম্বই ইন্ডিয়ান্স। তাই চাপ থাকবেই। এখন দেখার অধিনায়ক রাহুলেক কথা মত চাপটা তাঁর দল সামলাতে পারে কি না।

 

আরও পড়ুন: IPL 2021 Purple Cap: বেগুনি টুপির লড়াইয়ে প্রথম পাঁচে পঞ্জাবের অর্শদীপ সিং

Next Article