Virat Kohli: বিরাট স্বার্থপর ক্রিকেট খেলছেন! শাস্ত্রীর পরামর্শ ‘মেজাজটা ধরে রাখো’

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 08, 2023 | 6:33 PM

Ravi Shastri on Virat Kohli : চলতি আইপিএলে (IPL 2023) বিরাট কোহলি বেশ ভালো ছন্দে রয়েছেন। এরইমধ্যে বিরাটের স্ট্রাইকরেট নিয়ে নিন্দুকরা সমালোচনা করা শুরু করে দিয়েছেন। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড স্যার রবি শাস্ত্রী এই প্রসঙ্গে কোহলিকে পরামর্শ দিয়েছেন নিজের মেজাজটা ধরে রাখার।

Virat Kohli: বিরাট স্বার্থপর ক্রিকেট খেলছেন! শাস্ত্রীর পরামর্শ মেজাজটা ধরে রাখো
Virat Kohli: বিরাট স্বার্থপর ক্রিকেট খেলছেন! শাস্ত্রীর পরামর্শ 'মেজাজটা ধরে রাখো'

Follow Us

নয়াদিল্লি : মেজাজটাই যে আসল রাজা… তা ২২ গজে বার বার প্রমাণ করেছেন বিরাট কোহলি (Virat Kohli)। দীর্ঘদিন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট নিজের চেনা ছন্দে ছিলেন না। সেখান থেকে বেরিয়ে এসেছেন। প্রতি ম্যাচেই রান পাচ্ছেন। যে কারণে নিন্দুকরা খানিক হলেও তাঁর সমালোচনা কম করছেন। ক্রিকেটারদের ফর্ম খারাপ হলে সমালোচনার ঝড় যেমন বইতে থাকে, তেমনই তাঁদের ব্যাটে বড় রান দেখা গেলে বাহবাও জোটে। চলতি আইপিএলে (IPL 2023) ভালো ছন্দেই রয়েছেন বিরাট। আইপিএলে তাঁর গত ১০টি ইনিংসের মধ্যে রয়েছে ৬টি অর্ধশতরান। অরেঞ্জ ক্যাপের (আইপিএলে এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান) দৌড়ে ৫ নম্বরে রয়েছেন আরসিবির অন্যতম শক্তি বিরাট কোহলি। এখনও অবধি চলতি আইপিএলের ১০ ম্যাচে কোহলি করেছেন ৪১৯ রান। সর্বাধিক ৮২*। এই পরিসংখ্যান যথেষ্ট নজরকাড়া। কিন্তু এরইমধ্যে কোহলির দিকে অনেকেই আঙুল তুলছেন। বিশেষ করে তাঁর স্ট্রাইকরেট নিয়ে। সমালোচকদের দাবি এ বারের আইপিএলে বিরাট স্বার্থপর ক্রিকেট খেলছেন। এই পরিস্থিতিতে ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) কিন্তু বিরাটের পাশেই দাঁড়ালেন। কোহলিকে তিনি পরামর্শ দিলেন, ‘মেজাজটা ধরে রাখো’। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

কোহলির উদ্দেশে রবি শাস্ত্রী বলেন, “তুমি একবার ছন্দ পেয়ে গেলে অন্যদের নিয়ে চিন্তা করবে না। বিরাটের জন্য এটাই হবে আমার বার্তা। বাকিদের নিজের মতো কাজ করতে দাও। টি-টোয়েন্টি ম্যাচে এত ব্যাটসম্যানের প্রয়োজন নেই। তুমি যদি মেজাজে ব্যাটিং করতে পারো, তা হলে সেটা ধরে রাখো। এই ফিল সল্টকেই উদাহরণ হিসেবে ধরতে পারো। ও কেমনভাবে ব্যাটিং করল সেটা নিশ্চই দেখেছো। ও ছন্দটা পাওয়ার পর আর সেটা হারায়নি।”

শাস্ত্রী আরও বলেন, “এই ধরণের মেজাজ ধরে রেখে এগোলে দলের অন্য ব্যাটারদের ওপর থেকে চাপ কমে যাবে। বিরাট নিজের মেজাজ ধরে রেখে ব্যাটিং করতে থাকলে সামনে যে বোলারই থাকুক না কেন চাপে পড়বেই।” বিরাট যে স্বার্থপর ক্রিকেট খেলছেন এই অভিযোগ মানতে নারাজ শাস্ত্রী। তাঁর দাবি বিরাট টিম ম্যান। দলের স্বার্থকে বরাবর তিনি এগিয়ে রাখেন। নিজের স্বার্থ অনুযায়ী কখনও খেলেন না তিনি।

Next Article