Megan Schutt: ‘লেসবিয়ানরা শিকারী!’ বিদ্রুপের জবাব দিলেন অজি তারকা পেসার
ICC Women’s T20 World Cup: শুধুমাত্র ক্রিকেটেই নয়, ক্রীড়াক্ষেত্রে অনেকেই এখন প্রকাশ্য়ে নিজেদের ওরিয়েন্টশন সম্পর্কে বলে থাকেন। অনেকে এখনও প্রকাশ্য়ে আনতে ভরসা পান না। কোনও একটা আজানা ভয় কাজ করে তাঁদের মধ্য়ে।

কেপটাউন: সমাজ কতটা এগোচ্ছে! আধুনিকতার ছোঁয়া চারিদিকে। এর মাঝেও অনেক ধারনা থেকে বেরোতে পারেন না অনেকেই। কেউ একটু ব্য়তিক্রমী হলেই নানা বিদ্রুপ ছড়িয়ে পড়ে। সমকামীতা নিয়েও একই পরিস্থিতি। ক্রীড়াক্ষেত্রে যেন আরও বেশি। কোনও খেলোয়াড় তাঁর ব্য়তিক্রমী সেক্সুয়াল ওরিয়েন্টশন নিয়ে মুখ খুললেই নানা বিদ্রুপ ছড়িয়ে পড়ে। বিদ্রুপকারীদের নিয়ে এর আগেও নানা জবাব দিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মেগান শুট। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য় পারফরম্য়ান্স করছেন মেগান। এর মাঝেই আরও একবার সমাজের কিছু ধারনা নিয়ে মুখ খুললেন। যাঁরা বিদ্রুপ করেন, তাঁদের যোগ্য় জবাব দিলেন। কী ঘটেছে? বিস্তারিত TV9Bangla-য়।
হোমোফোবিয়া। সমাজের একটা অংশে এখনও জোরালো। বার বার এই প্রসঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার। সমকামী অ্যাথলিটরা কেন সোশ্য়াল মিডিয়ায় তাঁদের মনোভাব প্রকাশ্য়ে আনেন, এই নিয়েও অনেকের অস্বস্তি। অনেকে আবার মন্তব্য় করেন, সমকামী অ্যাথলিটরা ‘শিকারী’। তাঁরা বাকিদেরও এই পথে আসতে জোর করেন বলেও অনেকের দাবি! আর এই নিয়েই ক্ষুব্ধ মেগান শুট। ৩০ বছরের অজি পেসার বিয়ে করেছেন তাঁর দীর্ঘ দিনের বান্ধবী জেস হোলিওককে। তাঁদের এক বছরের কন্য়া সন্তানও রয়েছে। মেগান-জেসের সন্তানের নাম রাইলি। ক্ষুব্ধ মেগান একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘তথাকথিত কিছু বোদ্ধা রয়েছেন, তাঁরা বলে থাকেন, টিম মেটরা সমকামী বলে বাকিরাও তাই। তাঁদের ধারনা ক্রিকেটে সকলেই সমকামী। যেহেতু তাঁর কোনও টিম মেট সমপ্রেমে আবদ্ধ। তাঁদের বলতে চাই, এই ধারনা একেবারেই সঠিক নয়।’
শুধুমাত্র ক্রিকেটেই নয়, ক্রীড়াক্ষেত্রে অনেকেই এখন প্রকাশ্য়ে নিজেদের ওরিয়েন্টশন সম্পর্কে বলে থাকেন। অনেকে এখনও প্রকাশ্য়ে আনতে ভরসা পান না। কোনও একটা আজানা ভয় কাজ করে তাঁদের মধ্য়ে। মেগান বলছেন, ‘সবচেয়ে খারাপ লাগে, ২০২৩ সালে দাঁড়িয়েও সমকামী হওয়াকে খারাপ নজরে দেখে। অনেক বাচ্চা মনে করে, সমকামী হওয়ার চেয়ে মরে যাওয়া শ্রেয়! তাদের সঠিক শিক্ষার প্রয়োজন রয়েছে।’ মহিলাদের ক্রীড়াক্ষেত্রে এই বিষয় নিয়ে অনেক অগ্রগতি হয়েছে বলেই মনে করেন মেগান শুট। ‘যেমনটা আগেও বলেছি, সমকামী মেয়েরা অনেক স্বাভাবিক অনুভব করতে পারবে, যখন পুরুষরাও একই রকম স্বাভাবিক হতে পারবে,’ বলছেন মেগান।
