India vs Sri Lanka: বিরাটের ১০০তম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া পন্থের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Mar 04, 2022 | 5:51 PM

মোহালি টেস্টের প্রথম দিনের খেলা শেষ হল ৮৫ ওভারে। টিম ইন্ডিয়া প্রথম দিন ৬ উইকেট হারিয়ে তুলেছে ৩৫৭ রান।

India vs Sri Lanka: বিরাটের ১০০তম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া পন্থের
India vs Sri Lanka: বিরাটের ১০০তম টেস্টে সেঞ্চুরি হাতছাড়া পন্থের

Follow Us

ভারত ৩৫৭-৬ (৮৫ ওভার)

প্রথম টেস্টের প্রথম দিনের শেষে

মোহালি: শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে মোহালি টেস্টটা বিরাট কোহলির (Virat Kohli) কাছে যতটা স্মরণীয়, ততটা না হলেও, যথেষ্ট স্মরণীয় হয়ে থাকত ঋষভ পন্থের (Rishabh Pant) কাছেও। টেস্ট কেরিয়ারের ১০০তম ম্যাচ (Virat Kohli’s 100th Test) খেলতে নামা কোহলি মোহালি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাননি। শততম টেস্টে শতরানের জন্য বিরাটকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ইনিংসের জন্য। কিন্তু শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন ঋষভ পন্থ। তবে শেষ পর্যন্ত সেঞ্চুরিটা গুছিয়ে নিতে পারলেন না ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। করুণারত্নের শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে গেলেন পন্থ। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার ও ৪টি ছয় দিয়ে। ৯৮.৯৬ স্ট্রাইটরেট ছিল পন্থের।

একদিকে মোহালিতে কোহলি কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামলেন যখন, তখন অন্যদিকে ভারতের ক্যাপ্টেন হিসেবে আজ অভিষেক হল রোহিত শর্মার। টেস্টে ক্যাপ্টেন হিসেবে অভিষেক ম্যাচে টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন রোহিত। ওপেনিংয়ে রোহিতকে সঙ্গ দেন মায়াঙ্ক আগরওয়াল। রোহিত-মায়াঙ্কের ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৫২ রান তুলেছিল। এরপর লাহিরু কুমারা প্রথম সাফল্য এনে দেন শ্রীলঙ্কাকে। ভারত অধিনায়ককে তিনি ফেরান ২৯ রানের মাথায়। ক্যাপ্টেন হিসেবে অভিষেক টেস্ট খেলতে নামা হিটম্যানের ব্যাট আজ সেভাবে জ্বলে উঠল না। এর পর তিন নম্বরে নামেন হনুমা বিহারি। তাঁর সঙ্গে জুটিতে মায়াঙ্ক তোলেন ২৮ রান। ১৮.৩ ওভারে দ্বিতীয় ধাক্কা খায় ভারত। লাসিথ এম্বুলডেনিয়া ফেরান মায়াঙ্ককে। ৪৯ বল খেলে ৩৩ রান করে মাঠ ছাড়েন মায়াঙ্ক।

এরপর শততম টেস্ট খেলতে চার নম্বরে নামেন বিরাট কোহলি। মাইলস্টোন ম্যাচ খেলতে নেমে প্রথমে একটু চাপে দেখা গিয়েছিল কোহলিকে। কিন্তু বেশি সময় নেননি নিজেকে ক্রিজে সেট করতে। বেশ কয়েকটা অপূর্ব কভার ড্রাইভ দেখা গিয়েছে ভিকের ব্যাটে। লাঞ্চ বিরতি অবধি ১৫ রান করেন বিরাট। এর পর দ্বিতীয় সেশনে ব্যাক্তিগত ৪৫ রানের মাথায় লাসিথ এম্বুলডেনিয়াকে উইকেট দিয়ে বসেন ভারতের প্রাক্তন অধিনায়ক। বিরাট-বিহারি জুটিতে মিলে ৯০ রান তোলেন স্কোরবোর্ডে। কোহলি ফেরার পর মাঠে আসেন ঋষভ পন্থ। তবে বিহারি-পন্থ জুটি জমাট হয়ে উঠতে পারেনি। ৫৮ রান করে বিষ্ণু ফের্নান্ডোর বলে আউট হন হনুমা বিহারি। এর পর ক্রিজে আসন শ্রেয়স আইয়ার। চা বিরতির আগে পর্যন্ত পন্থ-আইয়ার জুটিতে তোলে রান। ছয় নম্বরে নামা শ্রেয়স কিন্তু মোহালি টেস্টে ভারতের প্রথম ইনিংসে সেভাবে দাগ কাটতে পারেননি। ৪৮ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন শ্রেয়স। এর পর ভারতের তারকা অল-রাউন্ডার রবীন্দ্র জাডেজার সঙ্গে সপ্তম উইকেটে শতরানের জুটি গড়েন পন্থ। ৮০.৫ ওভারের মাথায় লকমলের বলে বোল্ড হয়ে, সেঞ্চুরি হাতছাড়া করে মাঠ ছাড়েন পন্থ। দিনের শেষের দিকে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে জুটি বাঁধেন জাডেজা। মোহালি টেস্টের প্রথম দিনের শেষে ১০ রানে অপরাজিত রয়েছেন অশ্বিন ও ৪৫ রানে অপরাজিত রয়েছেন জাডেজা। প্রথম দিনের শেষে ৮৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৫৭ রানে থেমেছে ভারত।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ৩৫৭-৬ (৮৫ ওভার) (পন্থ ৯৬, বিহারি ৫৮; এম্বুলডেনিয়া ১০৭-২)

Next Article