Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PRITHVI SHAW: ক্রিকেট এবং জীবন, ওঠা-নামা থাকবেই, বার্তা পৃথ্বীর

তাহলে কি জাতীয় দলে ফেরা নিয়ে কিছুই ভাবছেন না পৃথ্বী?

PRITHVI SHAW: ক্রিকেট এবং জীবন, ওঠা-নামা থাকবেই, বার্তা পৃথ্বীর
মুম্বাই অধিনায়ক পৃথ্বী শ। (ফাইল ছবি)Image Credit source: BCCI DOMESTIC TWITTER
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2022 | 7:00 AM

বেঙ্গালুরু : দার্শনিক পৃথ্বী শ (Prithvi Shaw)। রঞ্জি ট্রফি ফাইনালের আগে এমন রূপেই পাওয়া গেল পৃথ্বীকে। আজ থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির ফাইনাল (Ranji Trophy)। পৃথ্বী শ’র নেতৃত্বাধীন মুম্বাই খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। দু দলের কোচও মুম্বাইয়ের। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে তাঁর সাফল্য প্রশ্নাতীত। ২৩ বছর পর তাঁর হাত ধরেই রঞ্জির ফাইনালে উঠেছে মধ্যপ্রদেশ। মুম্বাইয়ের (Mumbai) কোচ অমল মুজুমদার। রঞ্জিতে ৪২তম ট্রফির খোঁজে মুম্বাই। ফাইনালে উঠলেও অধিনায়ক পৃথ্বীর ব্যক্তিগত পারফরম্যান্স খুব ভালো নয়। ১০ ইনিংসে মাত্র তিনটি অর্ধশতরান। জাতীয় দল থেকে দীর্ঘদিন বাইরে পৃথ্বী। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ, ইংল্যান্ড সফর এমনকি আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দলেও জায়গা হয়নি। পৃথ্বী নিজেও স্বীকার করছেন, তিনি এমন কোনও পারফরম্যান্স করেননি যাতে নির্বাচকদের নজরে পড়া যায়।

রঞ্জি ফাইনালে নামার আগে পৃথ্বী বলেন, ‘আমি দুটো অর্ধশতক (তিনটি) করেছি মাত্র। এটা যথেষ্ট নয়। এমনকি অর্ধশতরানের পর কেউ শুভেচ্ছাও জানায়নি৷’ মজার ছলেই যোগ করেন, ‘এতে খারাপ লাগাই স্বাভাবিক।’ আসলে সেটা মজার মতোও নয়। খানিকটা হয়তো হতাশা থেকেই বলেছেন। নিজেকে সামলে নিয়ে বলেন, ‘ক্রিকেটে কখনও এমন হয়। তবে আমি খুশি, দল খুব ভালো খেলছে। অধিনায়ক হিসেবে শুধু নিজের কথা ভাবলে চলবে না, স্কোয়াডের ২১ জনকে নিয়েই ভাবছি।’

মুম্বাই দলে রয়েছেন আরমান জাফর, সরফরাজ খান। এই মরসুমে সর্বাধিক রান সরফরাজের। ৫ ম্যাচে ৭ ইনিংসে করেছেন ৮০৩ রান। পৃথ্বীর তরুণ ওপেনিং পার্টনার যশস্বী জয়সোয়াল মাত্র ২ ম্যাচে তিনটি শতরান সহ করেছেন ৪১৯ রান। নিজের ছন্দ নিয়ে না ভেবে ফাইনালে ফোকাস করার কথাই বলছেন মুম্বাই অধিনায়ক। দার্শনিক পৃথ্বীকে পাওয়া গেল যেন। বলেন, ‘ক্রিকেট এবং জীবনে এমন ওঠা নামা থাকবেই। গ্রাফ সবসময় ঊর্ধ্বে উঠতে থাকবে, তা নয়। আমিও হয়তো আবার ছন্দে ফিরব, ব্যাটে বড় রান আসবে। এখন শুধু দল যাতে সাফল্য পায়, সকলে ম্যাচটা উপভোগ করে, সেদিকে নজর দিতে হবে। ‘

তাহলে কি জাতীয় দলে ফেরা নিয়ে কিছুই ভাবছেন না পৃথ্বী? বলেন, ‘এই মুহূর্তে অন্তত ভাবছি না। রঞ্জি জেতা, ট্রফি নিয়ে ফেরাই এখন লক্ষ্য। বাইরের কথা না ভেবে তারই প্রস্তুতি নিয়েছি।’