আমেদাবাদ: আজ, সুপার সানডেতে আইপিএল-২০২২ এর মেগা ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এ বারের আইপিএলের (IPL 2022) ফাইনালে মুখোমুখি হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এ বারের দুই ফাইনালিস্টের একটা দল এই প্রথম বার আইপিএলের মঞ্চে পা রেখেছে। আর একটা দল সেই আইপিএলের অভিষেকে চ্যাম্পিয়ন হয়েছিল। ফলে রবিরাতে একটা দল ঝাঁপাবে প্রথম ট্রফি জেতার জন্য, আর অপর দলের লক্ষ্য হবে ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটানো। লিগ পর্বের ৭০টি ম্যাচের শেষে পয়েন্ট টেবলের দুই নম্বরে থেকে টুর্নামেন্টের প্লে অফে উঠেছিল পিঙ্ক আর্মি। এরপর ইডেন গার্ডেন্সে আইপিএলের চলতি মরসুমের প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের কাছে হেরে ফাইনালের লড়াইয়ে খানিক পিছিয়ে পড়ে গোলাপি শহরের দল। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে আর কোনও ভুল করেননি জস বাটলাররা। আরসিবির স্বপ্নভঙ্গ করে ফাইনালের জায়গা পাকা করে ফেলে রাজস্থান। আজ রাতে জিতলেই চ্যাম্পিয়নের ট্রফি দ্বিতীয় বার ঘরে তুলবে রাজস্থান শিবির।
১) ২৯ মার্চ টুর্নামেন্টে সঞ্জুরা তাঁদের প্রথম ম্যাচে কেন উইলিয়ামসনের সানরাইজার্স হায়দরাবাদের মুখে নেমেছিল। সেই ম্যাচে ৬১ রানে জিতেছিল পিঙ্ক আর্মি।
২) ২ এপ্রিল এ বারের আইপিএলে রাজস্থান তাদের দ্বিতীয় ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল ২৩ রানে।
৩) ৫ এপ্রিল গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে ৪ উইকেটে হেরেছিল সঞ্জুর রাজস্থান।
৪) ১০ এপ্রিল লিগ পর্বে রাজস্থান চতুর্থ ম্যাচে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসকে ৩ রানে হারিয়েছিল।
৫) ১৪ এপ্রিল গ্রুপ পর্বে সঞ্জুরা পঞ্চম ম্যাচে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের কাছে ৩৭ রানে হেরেছিল।
৬) ১৮ এপ্রিল শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের ছয় নম্বর ম্যাচে ৭ রানে জিতেছিল রাজস্থান।
৭) ২২ এপ্রিল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসকে সঞ্জুরা তাঁদের সপ্তম ম্যাচে ১৫ রানে হারিয়েছিল।
৮) ২৬ এপ্রিল ফাফ দু’প্লেসির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এ বারের আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে ২৯ রানে জিতেছিল রাজস্থান।
৯) ৩০ এপ্রিল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরেছিল সঞ্জুর রাজস্থান।
১০) ২ মে গ্রুপ পর্বে নিজেদের দশম ম্যাচে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এ বারের আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে ৭ উইকেটে হেরেছিল রাজস্থান।
১১) ৭ মে লিগ পর্বে রাজস্থান ১১তম ম্যাচে মায়াঙ্ক আগরওয়ালের পঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছিল।
১২) ১১ মে এ বারের আইপিএলের দ্বিতীয় সাক্ষাতে ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালসের কাছে ৮ উইকেটে হারেন জস বাটলাররা।
১৩) ১৫ মে লোকেশ রাহুলের লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২৪ রানে জিতেছিল রাজস্থান।
১৪) ২০ মে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে গ্রুপ পর্বে নিজেদের ১৪তম ম্যাচে ৫ উইকেটে জিতেছিল সঞ্জুর দল।
১৫) ২৪ মে ইডেনে প্রথম কোয়ালিফায়ারে হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরে যায় সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
১৬) ২৭ মে আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে ফাফ দু’প্লেসির আরসিবিকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠেন জস বাটলাররা।