IND vs AUS: সুপার-স্টাররা ফেরার আগে শ্রেয়সদের শেষ সুযোগ! ইন্দোরে আজ দ্বিতীয় ওডিআই

India vs Australia 2nd ODI Preview: টিম ইন্ডিয়ার হেড কোচ সিরিজ শুরুর আগেই পরিষ্কার করে দিয়েছিলেন, প্রথম দু-ম্যাচেই সুযোগ নিশ্চিত অশ্বিনের। এরপর! মোহালিতে ১টি উইকেট নিয়েছেন অশ্বিন। ইকোনমি রেট ভালো। দীর্ঘ দেড় বছর পর ওডিআই ফরম্যাটে ফিরেই মানিয়ে নেওয়া সহজ ছিল না। ইন্দোরে তাই অশ্বিনের দিকে বাড়তি নজর থাকবে। একই পরিস্থিতি ব্যাটিংয়ের ক্ষেত্রেও। তৃতীয় ওডিআইতে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা ফিরছেন।

IND vs AUS: সুপার-স্টাররা ফেরার আগে শ্রেয়সদের শেষ সুযোগ! ইন্দোরে আজ দ্বিতীয় ওডিআই
Image Credit source: PTI, AFP
Follow Us:
| Edited By: | Updated on: Sep 24, 2023 | 8:00 AM

ইন্দোর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথম ওডিআই জিতেছে ভারত। সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে তারা। আজ ইন্দোরে দ্বিতীয় একদিনের ম্যাচ। মাঝে একটাই দিন ছিল। ফলে প্র্যাক্টিসের পথে পা বাড়ায়নি দু-দলই। মোহালিতে ম্যাচ শেষে দেখা রবিচন্দ্রন অশ্বিন ব্যাটিং প্র্য়াক্টিস করছেন। বিশ্বকাপের আগে অনেকের কাছে ইন্দোরেই হয়তো শেষ সুযোগ। কারও কাছে দলে ঢোকা, আর কারও জন্য একাদশে এন্ট্রি। ইন্দোরেও চলবে পরীক্ষা। কারা পাশ করবেন, নজর সে দিকেই। ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় ওডিআই ম্যাচের আগে দুই শিবিরের পরিস্থিতি কেমন? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের স্কোয়াড আগেই ঘোষণা হয়ে গিয়েছে। এখনও সুযোগ রয়েছে স্কোয়াডে পরিবর্তনের। একটা পরিবর্তনের ভাবনা টিম ইন্ডিয়ায় প্রবল। অফস্পিনার-অলরাউন্ডার। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। রেকর্ড অষ্টম ট্রফি জিতেছে তারা। টুর্নামেন্টে একটা বিষয় পরিষ্কার হয়েছে, টিমে একজন অফস্পিনার প্রয়োজন। অক্ষর প্যাটেল চোট পাওয়ায় ফাইনালের আগে কলম্বোয় পাঠানো হয় ওয়াশিংটন সুন্দরকে। একটা ম্যাচের জন্য কোনও প্লেয়ার নিয়ে যাওয়া হচ্ছে, এ অন্য ইঙ্গিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্কোয়াডে ওয়াশিংটন সুন্দরের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনকে ফেরানো সেই ইঙ্গিত জোরালো করেছিল। বিশ্বকাপে অশ্বিন কিংবা ওয়াশিটনের মধ্যে কোনও একজন ঢুকতে পারেন।

টিম ইন্ডিয়ার হেড কোচ সিরিজ শুরুর আগেই পরিষ্কার করে দিয়েছিলেন, প্রথম দু-ম্যাচেই সুযোগ নিশ্চিত অশ্বিনের। এরপর! মোহালিতে ১টি উইকেট নিয়েছেন অশ্বিন। ইকোনমি রেট ভালো। দীর্ঘ দেড় বছর পর ওডিআই ফরম্যাটে ফিরেই মানিয়ে নেওয়া সহজ ছিল না। ইন্দোরে তাই অশ্বিনের দিকে বাড়তি নজর থাকবে। একই পরিস্থিতি ব্যাটিংয়ের ক্ষেত্রেও। তৃতীয় ওডিআইতে বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা ফিরছেন। সে কারণে ব্যাটিংয়েও পরোক্ষ ভাবে সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ এবং শ্রেয়স আইয়ারের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকছে।

এশিয়া কাপের সুপার ফোরে লোকেশ রাহুল টিমে যোগ দিয়েছিলেন। এরপর ‘চোট’-এ ছিটকে যান শ্রেয়স। মোহালি ম্যাচে একাদশে ফিরেছিলেন। সুযোগ কাজে লাগাতে পারেননি। ইন্দোরে তাঁর কাছে ‘শেষ’ সুযোগ হতে পারে। প্রথম ওয়ান ডে-তে চাপের মুখে হাফসেঞ্চুরি করে ভরসা দিয়েছেন সূর্যকুমার যাদব। সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য। টিম ইন্ডিয়ার নজরে সিরিজ জয়ও নিশ্চিত করা।

অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে মূলত ভুগেছে বোলিং ডিপার্টমেন্টে। মিচেল স্টার্কের না থাকাটা প্রভাব ফেলেছে তাদের বোলিংয়ে। এই ম্যাচে স্টার্কের ফেরার প্রতীক্ষা। সেক্ষেত্রে ভারতীয় ব্যাটিংকে আরও বড় চ্যালেঞ্জের সামনে পড়তে হতে পারে।