ইন্দোর: শুভ-বছর। স্বপ্নের বছর। যা কিছু বলা যায়। ওয়ান ডে ক্রিকেটে এ বছর এখনও অবধি একমাত্র ক্রিকেটার হিসেবে হাজারের বেশি রান। বছরের শুরুতে ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি ওডিআই খেলেছিল ভারত। তাতেও সেঞ্চুরি করেছিলেন শুভমন গিল। আরও একটা সেঞ্চুরি। ঘরের মাঠে ম্যাচে নামলে যেন সেঞ্চুরি কমন ধরা থাকে। মোহালি ম্যাচে একটা অনবদ্য ইনিংস। তবে ৭৪ রানেই ফিরেছিলেন। কিন্তু ইন্দোরে ফের সেলাম শুভমন। এ বছর পঞ্চম, সব মিলিয়ে ষষ্ঠ ওডিআই সেঞ্চুরি। বিশ্বকাপের বছরে অনদ্য ফর্মে। ৯১ বলে সেঞ্চুরিতে পৌঁছন শুভমন। গ্যালারিতে ভরপুর আনন্দ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
একটা সময় মনে হয়েছিল, বছরের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি না করে ফেলেন শুভমন গিল। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রানের নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। ১৮০০-র ওপর রান করেছিলেন তিনি। শুভমন গিল এ দিনের সেঞ্চুরিতে ১২০০-র গণ্ডি পেরিয়ে গিয়েছেন। হাতে এখনও প্রায় ১০টি ওডিআই। এই ফর্ম জারি থাকলে সেই রেকর্ডের অন্তত কাছাকাছি পৌঁছনো সম্ভব। যদিও সেঞ্চুরির পর দীর্ঘস্থায়ী হল না শুভমনের ইনিংস। ১০৪ রানেই ফিরলেন তিনি।
The moment when Shubman Gill registered his 6th ODI Hundred! 👏👏#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/SiIh7dWk2e
— BCCI (@BCCI) September 24, 2023
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজ ভারতের কাছে নানা পরীক্ষার। সব কিছু দেখে নেওয়ার। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভালো পারফর্ম করলে আত্মবিশ্বাসেও এগিয়ে থাকবে তারা। আর দলের প্রধান ওপেনর শুভমন গিল রানের মধ্যে থাকলে টিম ম্যানেজমেন্টেরও স্বস্তি বাড়বে। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই।