IND vs AUS : প্রথম দিন মাত্র ৪ উইকেট, কী বলছেন ভারতের বোলিং কোচ?
IND vs AUS, BGT 2023: উমেশ যাদবের ১৫ ওভারে ১১টি বাউন্ডারি আসে। ইকোনমি রেট ৪-এর কাছাকাছি। পরশ বলেন, 'ইন্দোর ম্য়াচে অনবদ্য বোলিং করেছিল উমেশ। এমন দিন আসতেই পারে, যেখানে ছন্দ পাওয়া কঠিন।'
আমেদাবাদ : বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে যেতে হলে আমেদাবাদ টেস্ট জিততেই হবে ভারতকে। হারলে কিংবা ড্র করলে জটিল অঙ্কের সামনে পড়তে হবে ভারতীয় দলকে। উদ্বোধনী টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। নিউজিল্য়ান্ডের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। ইন্দোর টেস্টে জিতলে ভারতের ফাইনাল নিশ্চিত হয়ে যেত। যদিও স্টিভ স্মিথের নেতৃত্বে অনবদ্য় ভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। আমেদাবাদ টেস্টেও প্রথম দিন ম্যাচের রাশ অজিদের হাতেই। দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৫ রান তুলে নিয়েছে তারা। শতরান করে ক্রিজে রয়েছেন ওপেনার উসমান খোয়াজা। অর্ধশতরানের সামনে ক্য়ামেরন গ্রিন। দিনের খেলার শেষে কী বললেন শতরানকারী উসমান খোয়াজা? ভারতীয় দলের বোলিং কোচও সাংবাদিক সম্মেলনে এলেন। বিস্তারিত TV9Bangla-য়।
এর আগে ভারত সফরে টেস্ট স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি উসমান খোয়াজার। এই সফরেই ভারতে প্রথম বার টেস্ট খেলার সুযোগ পেলেন। গত তিন টেস্টে মূলত স্পিনারদের দাপট দেখা গিয়েছে। এই সিরিজে খোয়াজার আগে এক মাত্র রোহিত শর্মাই শতরান করেছিলেন। সেটাও নাগপুরে প্রথম টেস্টে। এ দিন অস্ট্রেলিয়ার শতরানকারী ওপেনার উসমান খোয়াজা বলেন, ‘আমার কাছে আবেগের মুহূর্ত। এর আগে দু-বার ভারত সফরে এসেছি (টেস্ট সিরিজ)। আট টেস্টে সতীর্থদের জন্য় ড্রিংকস নিয়ে যাওয়া ছাড়া কোনও ভূমিকা ছিল না। অবশেষে খেলার সুযোগ এবং শতরান। দারুণ অনুভূতি। এখানকার পিচ আগের তিন ভেনুর তুলনায় খুবই ভালো। একটাই লক্ষ্য ছিল, উইকেট উপহার দেব না। ব্য়াটে-বলের চেয়েও এটা মানসিক লড়াই ছিল।’ লক্ষ্যে স্থির থেকেছেন উসমান। সে কারণেই দিনের শেষে অপরাজিত।
ইন্দোর টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল মহম্মদ সামিকে। এই ম্য়াচে ফেরানো হয় অভিজ্ঞ পেসারকে। সারা দিনে মাত্র ৪ উইকেটের মধ্যে দুটি নিয়েছেন সামিই। সাংবাদিক সম্মেলনে ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামরে। প্রথম দুই ম্যাচে মহম্মদ সিরাজ-মহম্মদ সামি পেস জুটিকে খেলানো হয়। তৃতীয় ম্য়াচে বিশ্রামে সামি, তার জায়গায় সুযোগ পেয়েছিলেন উমেশ যাদব। এই ম্যাচে সিরাজকে বসিয়ে ফেরানো হয় সামিকে। এতে কি ছন্দপতন হয় না? ভারতের বোলিং কোচ বলেন, ‘ওয়ার্কলোড ম্য়ানেজমেন্টের জন্য় বিশ্রাম দেওয়া খুবই জরুরি। সামিকে বিশ্রাম দিয়ে সিরাজ-উমেশ জুটিকে দেখে নিতে চেয়েছিলাম।’ উমেশ যাদব প্রথম দিন ১৫ ওভার বোলিং করেন। ৫৮ রান দিয়ে উইকেটশূন্য়। ষষ্ঠ ওভারে তাঁর বলে একটি ক্য়াচ ফসকান শ্রীকার ভরত। উমেশ যাদবের ১৫ ওভারে ১১টি বাউন্ডারি আসে। ইকোনমি রেট ৪-এর কাছাকাছি। পরশ বলেন, ‘ইন্দোর ম্য়াচে অনবদ্য বোলিং করেছিল উমেশ। এমন দিন আসতেই পারে, যেখানে ছন্দ পাওয়া কঠিন।’