Ind vs Aus, BGT 2023: আমেদাবাদে চতুর্থ দিনটা রইল বিরাটের নামে, ৮৮ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার দেওয়া ৪৮০ রানের জবাবে বিরাট-শুভমনদের চওড়া ব্যাটে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৫৭১। প্রথম ইনিংসে ৯১ রানের লিড নিয়েছে ভারত।
আমেদাবাদ: চতুর্থ টেস্টের চতুর্থ দিন ঘটনাবহুল হয়ে রইল ভারতের জন্য। দিনের প্রথমেই চোটের শঙ্কা। পিঠের পুরনো সমস্যার জন্য ব্যাট করতে মাঠে নামতেই পারলেন না শ্রেয়স আইয়ার। তাঁকে নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ভারতীয় শিবিরে ফিরল বিরাট (Virat Kohli) স্বস্তি। দীর্ঘদিন পর লাল বলের ফরম্যাটে রানে ফিরলেন বিরাট কোহলি। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম তিনটি টেস্টে কিছুতেই ছন্দ খুঁজে পাচ্ছিলেন না প্রাক্তন অধিনায়ক। আমেদাবাদে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে অপেক্ষার অবসান ঘটালেন (Border-Gavaskar Trophy)। তিনবছরের বেশি সময় পর সেঞ্চুরি করলেন। একটুর জন্য হাতছাড়া হল ডবল সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৮০ রানের জবাবে বিরাট-শুভমনদের চওড়া ব্যাটে প্রথম ইনিংসে ভারতের স্কোর ৫৭১। প্রথম ইনিংসে ৯১ রানের লিড নিয়েছে ভারত। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৬ ওভার ব্যাট করে ৩ রান অস্ট্রেলিয়ার। বিস্তারিত TV9 Bangla-র এই প্রতিবেদনে।
চতুর্থ টেস্টের চতুর্থ দিনটা শুধুই বিরাটময়। দেশের মাটিতে কেরিয়ারের ৫০তম টেস্ট ম্যাচে খেলছেন বিরাট। আর সেই বিশেষ ম্যাচে কেরিয়ারের ৭৫তম সেঞ্চুরি করলেন বিরাট। আমেদাবাদ টেস্টের তৃতীয় দিন ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে একটি রেকর্ড গড়েছিলেন ভিকে। দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান করার রেকর্ড গড়েছিলেন। চতুর্থ দিন তাঁর ব্যাটে এল ঝকঝকে শতরান। গোটা দিনটা ব্যাট করলেন। দ্বিশতরানের দিকে এগোচ্ছিলেন। শেষমেশ ৩৬৪ বলে ১৮৬ রানের ইনিংস খেলে টড মার্ফির বলে আউট হন। তাঁর এই ধৈর্যশীল ইনিংসে একটিও ছক্কা নেই। ১৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
টেস্টের তৃতীয় দিনের শেষে ৫৯ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি। ভারতের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ২৮৯। আগের দিনের অপরাজিত রবীন্দ্র জাডেজা (২৮) দ্রুত আউট হয়ে ফেরেন। এরপর কেএস ভরতের সঙ্গে জুটি বেঁধে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট। ৪৪ রানে আউট হয়ে ফেরেন ভরত। এরপর অক্ষর প্যাটেলের সঙ্গে পার্টনারশিপে দলের স্কোর পাঁচশোর উপরে নিয়ে যান। জুটিতে ওঠে ১৬৩ রান। অক্ষর ফেরার পর সেভাবে আর কারও সাহায্য পেলেন না বিরাট। ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে ৫৭১ রানে। দ্বিতীয় ইনিংসে ট্রাভিস হেডের সঙ্গে নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে নামেন ম্যাথু কুহনেম্যান। ৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে রান সংখ্যা ৩। সোমবার টেস্টের শেষদিন।