Virat Kohli : হাফসেঞ্চুরি, আরও একটা মাইলফলকে বিরাট কোহলি

IND vs AUS, BGT 2023: দেশের মাটিতে ৪ হাজার কিংবা তার বেশি রানের নজির রয়েছে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর এবং বীরেন্দ্র সেওয়াগের। এ বার তাঁদের পাশে বিরাট কোহলিও। কে কত রান করেছেন ঘরের মাঠে?

Virat Kohli : হাফসেঞ্চুরি, আরও একটা মাইলফলকে বিরাট কোহলি
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 11, 2023 | 4:40 PM

আমেদাবাদ : সব ফরম্যাট মিলিয়ে শতরানের অপেক্ষা দীর্ঘ হয়েছিল। অবশেষে এশিয়া কাপে সেই অপেক্ষার অবসান হয়। টেস্ট শতরানের অপেক্ষা এখনও মেটেনি। সেই ২০১৯ সালের নভেম্বরে ইডেন গার্ডেন্সে গোলাপি বলে দিন-রাতের টেস্ট শেষ শতরান করেছিলেন বিরাট। সেই খরা মিটবে কী না নিশ্চিত নয়। তবে দীর্ঘ কেরিয়ারে আরও একটা মাইলফলকে পৌঁছলেন বিরাট কোহলি। কিংবদন্তিদের পাশে নাম লেখালেন বর্তমান প্রজন্মের সেরা ব্য়াটার। এ দিন ৪২ রানে পৌঁছতেই ঘরের মাঠে ৪ হাজার টেস্ট রানের ক্লাবে প্রবেশ বিরাট কোহলির। দেশের মাটিতে ৪ হাজার কিংবা তার বেশি রানের নজির রয়েছে সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাসকর এবং বীরেন্দ্র সেওয়াগের। এ বার তাঁদের পাশে বিরাট কোহলিও। কে কত রান করেছেন ঘরের মাঠে? বিস্তারিত TV9Bangla-য়।

আমেদাবাদ টেস্টের তৃতীয় দিন পূজারার আউটে ক্রিজে প্রবেশ বিরাট কোহলির। তিনি নামতেই গ্যালারিতে কোহলি ধ্বনি। তেমনই অজি ক্রিকেটাররা শুরু থেকেই চেষ্টা করে গেলেন তাঁর মনসংযোগে ব্যাঘাত করতে। মাঠে ঢুকতেই নাথান লিয়ঁ তাঁকে বন্ধুত্বপূর্ণ কিছু মন্তব্য করেন। স্টিভ স্মিথের সঙ্গে বিরাট কোহলির দীর্ঘ দিনের বন্ধুত্ব। ম্য়াচের সময় নিঃসন্দেহে প্রতিপক্ষ। বিরাটের মনসংযোগে ব্যাঘাত ঘটাতে তিনিও চেষ্টা করে যান। বিরাটের ব্য়াট হাতে নিয়ে গল্প জুড়ে দেন স্মিথ। তাতেও অবশ্য খুব একটা লাভ হয়নি। শুরুর দিকে স্পিনারদের বিরুদ্ধে খেলতে সমস্যা হচ্ছিল বিরাটের। এই সিরিজে গত তিন ম্য়াচেই স্পিনের বিরুদ্ধে সমস্য়ায় দেখিয়েছে বিরাটকে। স্পিনসহায়ক পিচ হওয়ায় আরও বেশি অস্বস্তি হয়েছিল। এ দিন অবশ্য সতর্ক শুরু করেন। খুচরো রানের দিকেই বেশি নজর দেন। ইনিংসে ব্য়ক্তিগত ৪২ রানে পৌঁছতেই ঘরের মাঠে টেস্টে ৪ হাজারের মাইলফলকে বিরাট।

এখানেই থেমে থাকেননি। কেরিয়ারে আরও একটা হাফসেঞ্চুরিও করেন। ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের নজির সচিন তেন্ডুলকরের দখলে। ৯৪ ম্যাচে ৭২১৬ রান করেছেন তিনি। এরপরই রয়েছেন বর্তমান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ৭০ ম্য়াচে দ্রাবিড়ের সংগ্রহ ৫৫৯৮ রান। বিরাটের নজিরের সময় ধারাভাষ্যকার হিসেবে থাকা গাভাসকর ৬৫ ম্যাচে করেছেন ৫০৬৭ রান। ঘরের মাঠে টেস্ট রানের নিরিখে বিরাটের সামনে বীরেন্দ্র সেওয়াগ। তিনি ৫২ ম্যাচে করেছেন ৪৬৫৬ রান।