AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS 1st T20 Match Preview: নতুন টিম, ভিন্ন ফরম্যাট; আজ ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া

India vs Australia Match 1 T20I Prediction: আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই মহড়া শুরু হচ্ছে এই সিরিজ দিয়ে। নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ব্যক্তিগত ভাবে বিশ্বকাপ সফর ভালো কাটেনি সূর্যর। পছন্দের ফরম্যাটে ঘুরে দাঁড়াতে মরিয়া স্কাই। আগামী বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে কাদের পাওয়া যাবে, নিশ্চিত নয়। এখন প্রতিটি সিরিজই তরুণদের কাছে দারুণ সুযোগ। ধারাবাহিক ভালো খেলতে পারলে ২০২৪ বিশ্বকাপের দলে ঢোকার সম্ভাবনা বাড়বে।

IND vs AUS 1st T20 Match Preview: নতুন টিম, ভিন্ন ফরম্যাট; আজ ফের মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া
কোচ ভিভিএস লক্ষ্মণের সঙ্গে আলোচনায় অধিনায়ক সূর্য, নেটে রিঙ্কু সিং। ছবি: পিটিআই
| Edited By: | Updated on: Nov 23, 2023 | 10:00 AM
Share

বিশাখাপত্তনম: বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল ভারত (India)। বিশ্বকাপেও নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দু-দল। এখানেই শেষ নয়। বিশ্বকাপ ফাইনালও হয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক দর্শক উপস্থিতি। ভারতকে হারিয়ে ষষ্ঠ বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে অজিরা। এক দিকে যেমন অস্ট্রেলিয়ার বিজয়োৎসব শেষ হয়নি, অন্যদিকে ভারতীয় শিবিরে ফাইনালে হারের রেশ। এসব সঙ্গী করেই ফের মুখোমুখি চ্যাম্পিয়ন ও রানার্স। তবে ভিন্ন ফরম্যাটে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ বিশাখাপত্তনমে প্রথম ম্যাচ। ফরম্যাট যেমন ভিন্ন, দলও কার্যত নতুন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে হারিয়েছে ভারত। তেমনই অজিদের হারিয়েই ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল। টানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিলেন রোহিতরা। যদিও ফাইনালে হার। এক যুগ পর ঘরের মাঠে বিশ্বকাপ ট্রফি জেতার স্বপ্ন অধরাই। সেই ক্ষত মেটার নয়। এত দ্রুত সব ভুলে যাওয়াও সম্ভব নয়। তবে আরও একটা বিশ্বকাপের প্রস্তুতি এখান থেকেই শুরু করে দিতে চাইছে টিম ইন্ডিয়া।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারই মহড়া শুরু হচ্ছে এই সিরিজ দিয়ে। হার্দিক পান্ডিয়া বিশ্বকাপের মাঝেই ছিটকে গিয়েছিলেন। টি-টোয়েন্টি সিরিজেও নেই। নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। ব্যক্তিগত ভাবে বিশ্বকাপ সফর ভালো কাটেনি সূর্যর। পছন্দের ফরম্যাটে ঘুরে দাঁড়াতে মরিয়া স্কাই। আগামী বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে কাদের পাওয়া যাবে, নিশ্চিত নয়। এখন প্রতিটি সিরিজই তরুণদের কাছে দারুণ সুযোগ। ধারাবাহিক ভালো খেলতে পারলে ২০২৪ বিশ্বকাপের দলে ঢোকার সম্ভাবনা বাড়বে।

অধিনায়ক এবং ব্যাটার সূর্যর কাছে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষে সূর্যকুমার যাদব। অজিদের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারলে হারানো আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পাবেন। কম্বিনেশন নিয়েও ভাবনার জায়গা রয়েছে। ওয়ান ডে বিশ্বকাপে প্রথম দু-ম্যাচে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। শুভমন সুস্থ হয়ে ফেরার পর ঈশানের আর জায়গা হয়নি। এই সিরিজে প্রতি ম্যাচেই কার্যত তাঁর খেলা নিশ্চিত। সূর্যর ডেপুটি ঋতুরাজ গায়কোয়াড় ওপেন করবেন এটুকু নিশ্চিত। তাঁর ওপেনিং সঙ্গী হিসেবে এগিয়ে ঈশান কিষাণই। আবার যশস্বী জসওয়ালের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে ঈশানকে মিডল অর্ডারে দেখা যেতে পারে।

অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাড়তি নজর থাকবে ‘ফিনিশার’ রিঙ্কু সিংয়ের দিকে। গত আইপিলে তাক লাগানো পারফরম্যান্স ছিল রিঙ্কুর। জাতীয় দলে সীমিত সুযোগ পেয়েছেন। ফিল্ডিংয়ে নজর কেড়েছেন। ব্যাটিংয়েও ভরসা দিয়েছেন। দেশের জার্সিতে পাঁচটি টি-টোয়েন্টি খেললেও ব্যাটিং পেয়েছেন দুটি ইনিংসে। স্ট্রাইকেরট ২০৮-এর বেশি। ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও বিধ্বংসী মেজাজে ছিলেন। কোয়ার্টার ফাইনালে পঞ্জাবের বিরুদ্ধে ৩৩ বলে ৭৭ রানের অনবদ্য একটা ইনিংস খেলে এসেছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাঁকে ফিনিশার হিসেবে গড়ে তুলতে চাইছে। আজ থেকেই যেন পরীক্ষা শুরু হচ্ছে রিঙ্কুর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নজর কাড়তে পারলে জাতীয় দলে ধারাবাহিক সুযোগ মিলতে পারে।

ভারতীয় দলে একঝাঁক তরুণ থাকলেও, অস্ট্রেলিয়ার স্কোয়াডে চ্যাম্পিয়ন দলেরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন। ওপেন করতে পারেন স্টিভ স্মিথের মতো তারকা ব্যাটার। তেমনই নজর থাকবে ভারতীয় বংশোদ্ভূত অজি লেগ স্পিনার তনবীর সাঙ্ঘার দিকে। এই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথিউ ওয়েড।