মুম্বই:ব্যাটে-বলে ভারতকে উড়িয়ে দিয়ে হাসতে হাসতে ১০ উইকেটে দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতল স্টিভ স্মিথের দল। প্রথমে মিচেল স্টার্ক, শন অ্যাবটরা ভারতের ব্যাটিং অর্ডারের কোমর ভেঙে দেন। এরপর ব্যাট হাতে তাণ্ডব মিচেল মার্শ, ট্রাভিস হেডের। দুই অজি ওপেনারের অর্ধশতরানের ইনিংসে ১১৮ রানের লক্ষ্য মাত্র ১১ ওভারেই পার করে ফেলেছে অজিরা। বিশাখাপত্তনমে ভারতীয় দল প্রথম থেকেই পিছিয়ে ছিল। কামব্যাক করা হল না রোহিত শর্মার দলের। লো স্কোরিং ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারানোর লজ্জা দিয়ে সিরিজে সমতা ফেরাল অস্ট্রেলিয়া। অর্থাৎ, তৃতীয় ম্যাচটাই হবে সিরিজ নির্ণায়ক ম্যাচ। সিরিজ এখন ১-১ ব্যবধানে।
১০ উইকেটে বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ৩ ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।
২৯ বলে হাফ সেঞ্চুরি অপর ওপেনার ট্রাভিস হেডের। ১০টি চার ও চারটি ছয়।
মিচেল মার্শের হাফ সেঞ্চুরি। ২৮ বলে ৫০ রান তাঁর।
চার, ছয়ের বন্যা ট্রাভিস হেড, মিচেল মার্শদের। ৫.২ ওভারে ৩২ বলে ৫০ রানের পার্টনারশিপ দু’জনের মধ্যে।
স্বল্প রান তাড়া করতে নামল অস্ট্রেলিয়া। ওপেনিংয়ে মিচেল মার্শ ও ট্রাভিস হেড।
১. টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া
২. অস্ট্রেলিয়ার পেসারদের আগাগোড়া দাপট
৩. মাত্র ২৬ ওভার ব্যাট করে ১১৭ রানে গুটিয়ে গেল ভারত
৪. সর্বাধিক ৩৫ বলে ৩১ রান বিরাট কোহলির
৬. অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক ৫ উইকেট মিচেল স্টার্কের
৭. শন অ্যাবট ৩ ও নাথান এলিস ২ উইকেট নিলেন
৮. অস্ট্রেলিয়ার জয়ের জন্য ১১৯ রান প্রয়োজন
মিচেল স্টার্কের বলে মহম্মদ সিরাজ আউট হতেই মাত্র ১১৭ রানে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। গোটা ইনিংস জুড়ে অস্ট্রেলিয়ার বোলারদের দাপট। বিশেষ করে মিচেল স্টার্ক। ৫ উইকেট নিলেন তিনি।
মাঠে নেমেই শন অ্যাবটের বলে ফিরলেন মহম্মদ সামি (০)। ১০৩ রানে ৯ উইকেট হারাল ভারত।
৪ রানে আউট কুলদীপ যাদব। ১০৩ রানে আট উইকেট হারাল ভারত।
২৩ ওভারে ধুঁকতে ধুঁকতে ভারতের খাতায় যোগ হল ১০০ রান।
রবীন্দ্র জাডেজাকে ফেরালেন নাথান এলিস। ৩৯ বলে ১৬ রান। ভারতের স্কোর ১৯.৪ ওভারে ৭ উইকেট খুইয়ে ৯১ রান।
নাথান এলিসের বলে এলবিডব্লিউ বিরাট। ৩১ রানে ফিরলেন। ১৫.৩ ওভারে ৭১/৬।
১৫ ওভার শেষে ভারতের স্কোর ৭০/৫। বিরাট ৩১ রানে ও জাডেজা ব্যাট করছেন ১১ রানে।
ভারতের দলীয় ৫০ রান পার হল। ক্রিজে বিরাট কোহলি এবং রবীন্দ্র জাডেজা।
আসা যাওয়ার পালা জারি। ক্রিজে নেমেই ফিরতে হল হার্দিক পান্ডিয়াকে (১)। শন অ্যাবটের বলে ফার্স্ট স্লিপে অনবদ্য ক্যাচ স্মিথের। ভারত ৯.২ ওভারে ৪৯-৫।
১২ বলে ৯ রান করে ফিরলেন লোকেশ রাহুল। স্টার্কের বলে লেগ বিফোর। দলীয় ৫০ রানে পৌঁছনোর আগেই ৪টি উইকেট হারাল ভারত।
প্রথম বলেই আউট সূর্যকুমার যাদব। স্টার্কের বলে এলবিডব্লিউ হয়ে ফিরলেন। পরপর দুই বলে দুটি উইকেট স্টার্কের। ৪.৬ ওভারে ভারত ৩২/৩।
স্টার্কের বলে রোহিতের ক্যাচ স্টিভ স্মিথের হাতে। ১৩ রানে ফিরলেন ক্যাপ্টেন। ৪.৪ ওভারে ভারতের স্কোর ৩২/২।
প্রথমেই বড় সাফল্য অস্ট্রেলিয়ার। প্রথম ওভারের তৃতীয় বলে মিচেল স্টার্কের বলে লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গিল (০)।
বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতের ইনিংসের সূচনায় নামলেন রোহিত শর্মা এবং শুভমন গিল। বল হাতে মিচেল স্টার্ক।
অস্ট্রেলিয়া দলেও জোড়া পরিবর্তন। গ্লেন ম্যাক্সওয়েলের পরিবর্তে নাথান এলিস। জস ইংলিশের জায়গায় একাদশে এন্ট্রি অ্যালেক্স ক্যারির।
অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাশ লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, মার্কাস স্টইনিস, শন অ্যাবট, মিচেল স্টার্ক এবং অ্যাডাম জাম্পা
ভারতের একাদশে দুটি পরিবর্তন। রোহিত ফেরায় প্রত্যাশামতোই একাদশের বাইরে যেতে হল ঈশান কিষাণকে। শার্দূল ঠাকুরের পরিবর্তে দ্বিতীয় ওডিআইতে অক্ষর প্যাটেল।
ভারতের একাদশ: শুভমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মহম্মদ সামি।
টস জিতলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। বিশাখাপত্তনমে প্রথমে ব্যাটিং করবে ভারত।
ওয়াংখেড়ের ম্য়াচে জয় ছাড়াও ভারতের প্রাপ্তি নিঃসন্দেহে লোকেশ রাহুলের রানে ফেরা। আজও নজরে থাকবেন রাহুল।
পড়ুন বিস্তারিত: মহাকাল মন্দিরে প্রার্থনা, নববিবাহিত স্ত্রীর প্রশংসা; বিশাখাপত্তনমেও হিট রাহুল?