IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেট, ইনিংস ব্রেকেও ‘ক্লিন বোল্ড’ করলেন সামি!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 22, 2023 | 6:08 PM

India vs Australia 1ST ODI, Mohammed Shami: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হল ভারতের। মোহালিতে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নতুন বলে অনবদ্য শুরু সামির। তেমনই মিডল ওভার এবং স্লগেও দুর্দান্ত বোলিং। অস্ট্রেলিয়াকে ৫০ ওভারে ২৭৬ রানে অলআউট করে ভারত। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মহম্মদ সামি। ইনিংসে পাঁচ উইকেট তাঁর ঝুলিতেই। ১০ ওভারে ১টি মেডেন, ৫১ রান দিয়ে ৫ উইকেট।

IND vs AUS: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ উইকেট, ইনিংস ব্রেকেও ‘ক্লিন বোল্ড’ করলেন সামি!
Image Credit source: X

Follow Us

মোহালি: মহম্মদ সামি টিম ইন্ডিয়ার একাদশে এখন অটোমেটিক চয়েস কিনা, তা নিয়ে ধোঁয়াশা থাকেই। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। সামিকে প্রাথমিক ভাবনায় রাখেনি টিম ম্যানেজমেন্ট। শেষ অবধি জসপ্রীত বুমরা ছিটকে যাওয়ায় সামিকে টিমে নিতে হয়। এ বারের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলানো হয়নি সামিকে। মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়ার সঙ্গে শার্দূল ঠাকুর। নেপাল ম্যাচে বুমরা না থাকায় সামিকে খেলানো হয়। একাদশে প্রত্যাবর্তনেই মোহালিতে অস্ট্রেলিয়াকে জোর ধাক্কা দিলেন সামি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হল ভারতের। মোহালিতে প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নতুন বলে অনবদ্য শুরু সামির। তেমনই মিডল ওভার এবং স্লগেও দুর্দান্ত বোলিং। অস্ট্রেলিয়াকে ৫০ ওভারে ২৭৬ রানে অলআউট করে ভারত। আর এতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন মহম্মদ সামি। ইনিংসে পাঁচ উইকেট তাঁর ঝুলিতেই। ১০ ওভারে ১টি মেডেন, ৫১ রান দিয়ে ৫ উইকেট।

ইনিংস ব্রেকে সামি বলেন, ‘নতুন বলে শুরুটা ভালো হওয়া প্রয়োজন ছিল। দীর্ঘ কয়েক বছর ধরে বুমরাদের সঙ্গে খেলছি। বোঝাপড়াও দারুণ। পার্টনারশিপে বোলিং করতে ভালো লাগে। সাফল্যও আসে।’ বোলিংয়ে আজ বিশেষত্ব ছিল তাঁর স্লোয়ার। সেই প্রসঙ্গে বলছেন, ‘বোলিংয়ে বৈচিত্র প্রয়োজন পড়ে। স্লোয়ার সঠিক ভাবে কাজে লাগানোর প্রথম লক্ষ্যই হল লাইন লেন্থ ঠিক রাখা। আজ সেটাই করতে পেরেছি।’

পাঁচ উইকেটের মধ্যে সেরা কোনটি? হেসে ফেললেন সামি। যদিও তাঁর অভিব্যক্তি যেন বলছিল, স্টিভ স্মিথের মতো বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের উইকেট ছিটকে দেওয়ার চেয়ে বাড়তি আনন্দের কিছু হয় নাকি! সামি অবশ্য বলছেন, ‘নতুন বলে লাইন লেন্থ ঠিক রাখা এবং উইকেট নেওয়া জরুরি। একই ভাবে স্লগ ওভারেও।’ সামি এ দিন যে পাঁচ উইকেট নিয়েছেন এর মধ্যে তিনটিই বোল্ড। আচ্ছা মাঠে কি খুব গরম ছিল? সামির বোলিংয়ের প্রশংসায় কমেন্ট্রি বক্স থেকে এমন প্রশ্নই করেন হর্ষ ভোগলে। আবারও মিষ্টি হাসিতে সামির জবাব, ‘আমরা তো মাঠে ছিলাম, এখানে অবশ্য গরম আছে। কমেন্ট্রি বক্সে তো এসি লাগানো, তাই হয়তো বোঝা যাচ্ছিল না।’

সামির মশকরায় হাসতে থাকেন সঞ্জয় মঞ্জরেকরও। বারবার অবশ্য তাঁদের কথায় সামির বোলিংয়ের প্রশংসাই। ইনিংসের শুরু হোক কিংবা মিডল ওভার, স্লগ, দলের যখনই প্রয়োজন হয়েছে, ব্রেক থ্রু দিয়েছেন।

Next Article