AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Steve Smith: কোন পিচে খেলা হবে? ধন্দ নিয়েও কম্বিনেশন প্রস্তুত স্টিভ স্মিথের!

Border-Gavaskar Trophy, Pitch : পিচ যেমন হোক, নিজের কম্বিনেশনে ভরসা রাখতে চাইছেন স্টিভ স্মিথ। এখনও অবধি যা পরিস্থিতি, গত দুই ম্য়াচের মতো তিন স্পিনারেই নামছে অস্ট্রেলিয়া। তবে স্মিথদের কম্বিনেশন অস্ট্রেলিয়া সংবাদমাধ্য়মেই সমালোচিত হওয়ায় অবাক অজি অধিনায়ক।

Steve Smith: কোন পিচে খেলা হবে? ধন্দ নিয়েও কম্বিনেশন প্রস্তুত স্টিভ স্মিথের!
Image Credit: Cricket Australia
| Edited By: | Updated on: Mar 08, 2023 | 5:39 PM
Share

আমেদাবাদ: প্রস্তুত হচ্ছে দুটো পিচ। কোন পিচে খেলা হবে, এই নিয়ে পুরোপুরি ধন্দ কাটেনি অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথের। সিরিজে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। নাগপুরে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্য়বধানে হার দিয়ে সিরিজ শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার। দিল্লিতে দ্বিতীয় টেস্টেও হার। এর মাঝে মায়ের অসুস্থতার জন্য় নিয়মিত অধিনায়ক প্য়াট কামিন্সের দেশে ফেরা। সব মিলিয়ে নানা অস্বস্তিতে ছিল অজি শিবির। ইন্দোর টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথের সৌজন্য়ে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। এ বার লক্ষ্য় আমেদাবাদ টেস্ট জিতে সিরিজ সমতায় রাখা। কিন্তু স্টিভ স্মিথের ধন্দ পিচ নিয়ে। তাতে অবশ্য় কম্বিনেশন নিয়ে কোনও দ্বিধা নেই। আমেদাবাদ টেস্টের আগে স্টিথ জানালেন সে কথাই। বিস্তারিত TV9Bangla-য়।

অস্ট্রেলিয়া অধিনায়ক জানিয়েছেন, কিউরেটরদের তরফে দুটো পিচ নিয়ে ভিন্ন তথ্য় পেয়েছেন। একটা লাল মাটির পিচ, অন্য়টি কালো মাটির। ইন্দোরে দুইয়ের মিশ্রণে পিচ ছিল। অসমান বাউন্স এবং প্রথম সেশন থেকেই টার্ন ছিল ইন্দোরে। আইসিসির তরফে খুবই খারাপ রেটিং দেওয়া হয়েছে। আমেদাবাদের পিচের চরিত্র কেমন হবে এ নিয়ে ধন্দ থাকছে সে কারণেই। কোন পিচে খেলা হবে আপনি কি জানেন? অজি অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, ‘সংক্ষেপে উত্তর-না।’ এরপর যোগ করেন, ‘দুটো পিচ প্রস্তুত করা হচ্ছে, এটুকু জানি।’ তবে ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় কালো মাটির পিচটাই বেশি বার দেখেছেন বলে অজি শিবিরের ধারনা, সেই পিচেই খেলা হবে। স্মিথ চাইছেন, চ্য়ালেঞ্জিং পিচেই খেলা হোক।

পিচ যেমন হোক, নিজের কম্বিনেশনে ভরসা রাখতে চাইছেন স্টিভ স্মিথ। এখনও অবধি যা পরিস্থিতি, গত দুই ম্য়াচের মতো তিন স্পিনারেই নামছে অস্ট্রেলিয়া। তবে স্মিথদের কম্বিনেশন অস্ট্রেলিয়া সংবাদমাধ্য়মেই সমালোচিত হওয়ায় অবাক অজি অধিনায়ক। বলছেন, ‘এটা সত্য়িই অদ্ভূত লেগেছে, আমাদের ধারাভাষ্য়কারও বলছেন, তিন পেসার-এক স্পিনার খেলানোর কথা। আমার কাছে বিষয়টি একেবারেই পরিষ্কার হচ্ছে না। গত তিন ম্য়াচে ১১ ইনিংস খেলা হয়েছে। বেশিরভাগ উইকেটই স্পিনারদের দখলে। স্পিনারদের বিরুদ্ধে ব্য়াটিং কতটা কঠিন, সহজেই ধরা পড়েছে। আমরা নিজেদের পরিকল্পনায় ভরসা রাখছি। এটাও দেখিয়ে দিয়েছি, আমরাও তিন স্পিনার খেলাতে পারি এবং জিততেও পারি।’