
বিশাখাপত্তনম: বিশ্বকাপের মতো ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট সদ্য শেষ হয়েছে। ভারতীয় ক্রিকেটাররা দর্শক ভর্তি গ্যালারিতে খেলতে অভ্যস্ত। বিশ্বকাপেও তেমনই হয়েছে। আর ফাইনালের আবহ তাক লাগানোর মতোই ছিল। গত রবিবারের ঘটনা। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের গ্যালারি নীল সাগরে পরিণত হয়েছিল। লক্ষাধিক ক্রিকেট প্রেমী নীল জার্সিতে। ভারতকে সমর্থন জানাচ্ছেন। এমন মুহূর্ত মনে গেঁথে রেখেছেন অজি দলের ক্রিকেটাররাও। অজি অধিনায়ক প্যাট কামিন্স তো বলেই দিয়েছেন, এমন পরিস্থিতিতে খেলার অভিজ্ঞতা এর আগে কখনও হয়নি। সারাজীবন মনে রাখার মতোই পরিস্থিতি। কিন্তু নতুন সিরিজে যেন পরিস্থিতি পুরো উল্টো। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বকাপের সময় ভারত একমাত্র দল যারা সব ভেনুতে খেলেছে। রোহিত-বিরাটরা যেখানেই গিয়েছেন, চারিদিকে ভিড়। বিমানবন্দর হোক কিংবা টিম হোটেল। এক ঝলক দেখার জন্য হা-পিত্যেস করে থাকতেন ক্রিকেট প্রেমীরা। একই পরিস্থিতি সাংবাদিক সম্মেলনেও। ঘরের মাঠে বিশ্বকাপে ফেভারিটের মতোই খেলছিল টিম ইন্ডিয়া। দেশ বিদেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রতি ভেনুতেই থাকতেন। সাংবাদিক সম্মেলনে হাতে গোনা কয়েকজনই প্রশ্ন করার সুযোগ পেতেন। এমনটাই স্বাভাবিক, সবাইকে প্রশ্ন করতে দিলে হয়তো একটা পুরো দিনই কেটে যাবে। বিশ্বকাপ শেষে ভিন্ন চিত্র।
শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি ছিল বিশাখাপত্তনমে। নেতৃত্বের অভিষেক হয় সূর্যকুমার যাদবের। প্রথম ম্যাচে টস জিতলেন, ক্যাপ্টেন্স নক খেললেন। ওয়ান ডে বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল সূর্য। পছন্দের ফরম্যাটে ফিরেই মেজাজে বিশ্বের এক নম্বর ব্যাটার। ম্যাচের আগের দিন ভিন্ন অভিজ্ঞতা হয়েছিল তাঁর। সাংবাদিক সম্মেলন করতে গিয়ে দেখেন মাত্র দু-জন উপস্থিত! বিশ্বকাপের মতো বড় ইভেন্টের পর এই সিরিজ নিয়ে দর্শকদের মধ্য়ে আগ্রহের অভাব ছিল না। তবে দেড় মাসের ইভেন্ট শেষে এই সিরিজ ততটাও গুরুত্ব পাচ্ছে না।
অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারতের হয়ে সাংবাদিক সম্মেলন করেন ঈশান কিষাণ। সূত্রের খবর, অজি টিমের সদস্য যতক্ষণে সাংবাদিক সম্মেলনে এসেছেন, সেখানে কেউই উপস্থিত ছিলেন না। ফলে সাংবাদিক সম্মেলন না করেই ড্রেসিংরুমে ফিরতে হয়। সম্প্রচারকারী চ্যানেলে অবশ্য কথা বলেছেন অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড। বিশাখাপত্তনমের স্কোর লাইন যেন বলছে, সূর্যকুমার যাদব ২-০ অস্ট্রেলিয়া।