India vs Australia T20 2023: ‘ভেবেছিলাম খলনায়ক হব’, শেষ ওভার স্বস্তি ফেরাল!

IND vs AUS T20I 2023, Arshdeep Singh: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। শেষ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা সফরে নজর। একাদশে একটিই পরিবর্তন হয়েছিল। দীপক চাহারের পরিবর্তে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে একাদশে ফেরানো হয়। শুরুতে মুকেশ কুমার উইকেট নিয়ে ভরসা দেন। মাঝের ওভারে অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই স্পিন জুটির কামাল। কিন্তু দুর্বল অংশ যেন ছিল অর্শদীপ ও আবেশ খানের বোলিং। ১৭ ও ১৯ তম ওভারে অনবদ্য বোলিংয়ে ফাঁক পূরণ করেন মুকেশ কুমার। কিন্তু শেষ ওভারে মাত্র ৯ রান ডিফেন্ড!

India vs Australia T20 2023: ভেবেছিলাম খলনায়ক হব, শেষ ওভার স্বস্তি ফেরাল!
Image Credit source: PTI

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 04, 2023 | 12:05 AM

বেঙ্গালুরু: চিন্নাস্বামীর পিচ এবং আউটফিল্ড যেন শুরুতেই তাল কেটে দিয়েছিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ মানেই হাইস্কোরিং হবে। এমনটাই প্রত্যাশা। এর আগের ১০টি টি-টোয়েন্টি ম্যাচের পরিসংখ্যানও তাই বলছে। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের আগে শেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ইনিংসে গড় স্কোর ১৮৬। সেখানে ভারতীয় দল করতে পারল মাত্র ১৬০। শ্রেয়স আইয়ার হাফসেঞ্চুরি না করলে সেই অবধিও পৌঁছনো যেত না। সিরিজে প্রথম তিন ম্যাচেই ২০০ প্লাস স্কোর গড়েছে ভারত। চিন্নাস্বামীর মন্থর পিচে শট খেলতে সমস্যায় পড়েন যশস্বী, ঋতুরাজ, রিঙ্কু সিংরা। যাবতীয় আশা-ভরসা ছিল বোলিং আক্রমণ। পাঁচ বোলার নিয়ে চাপ বাড়ছিল। বাঁ হাতি পেসার অর্শদীপ যেমন বলেই দিলেন, মনে হয়েছিল খলনায়ক হতে হবে তাঁকেই! বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। শেষ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকা সফরে নজর। একাদশে একটিই পরিবর্তন হয়েছিল। দীপক চাহারের পরিবর্তে বাঁ হাতি পেসার অর্শদীপ সিংকে একাদশে ফেরানো হয়। শুরুতে মুকেশ কুমার উইকেট নিয়ে ভরসা দেন। মাঝের ওভারে অক্ষর প্যাটেল ও রবি বিষ্ণোই স্পিন জুটির কামাল। কিন্তু দুর্বল অংশ যেন ছিল অর্শদীপ ও আবেশ খানের বোলিং। ১৭ ও ১৯ তম ওভারে অনবদ্য বোলিংয়ে ফাঁক পূরণ করেন মুকেশ কুমার। কিন্তু শেষ ওভারে মাত্র ৯ রান ডিফেন্ড!

কোটার প্রথম তিন ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন অর্শদীপ। তাঁর ইকোনমিই সবচেয়ে বেশি। লো-স্কোরিং ম্যাচে যা কাম্য নয়। স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসী ছিলেন না অর্শদীপ। ধরেই নিয়েছিলেন, ম্যাচ শেষে তাঁকেই হারের দায় নিতে হবে। ওভার শুরু করেন শর্টপিচ ডেলিভারিতে। সেটি ওয়াইড না দেওয়ায় আম্পায়ারের ওপর ক্ষোভ দেখান অজি অধিনায়ক ম্যাথিউ ওয়েড। পরের বলেও রান হয়নি। তৃতীয় বলে লং অনে শ্রেয়সের ক্যাচে ফেরেন ওয়েড, ম্যাচে ফেরে ভারত। শেষ ৩ বলে ১০ রান করার মতো ব্যাটিং ছিল না অজিদের। ওভারে মাত্র ৩ রান দিয়ে ম্যাথিউ ওয়েডের উইকেট। খলনায়ক হতে হয়নি অর্শদীপকে।

রুদ্ধশ্বাস ম্যাচ শেষে অর্শদীপ বলেন, ‘প্রথম তিন ওভারে প্রচুর রান দিয়েছি। ভেবেছিলাম আমিই হয়তো খলনায়ক হব। তবে ঈশ্বর আমাকে আরও একটা সুযোগ দিয়েছিল ঘুরে দাঁড়ানোর। টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল আমার ওপর। সত্যি বলতে, শেষ ওভারে বোলিংয়ের জন্য আমার বিশেষ কোনও পরিকল্পনাই ছিল না। সূর্য ভাই বলে, যা হবে দেখা যাবে। এই জয়ের জন্য ব্যাটিংকেও কৃতিত্ব দিতে হবে। কারণ, আমাদের যা দক্ষতা সেই অনুযায়ী সার্বিক বোলিং পারফরম্যান্স খুব ভালো হয়নি। এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। ভুলগুলো থেকে ঘুরে দাঁড়াবো।’