IND vs AUS, WTC Final 2023 : WTC ফাইনালের তৃতীয় দিন ফলোঅন এড়াতে কত রান তুলতে হবে ভারতকে?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jun 09, 2023 | 1:44 PM

WTC Final 2023 : ওভালে দ্বিতীয় দিন শুরু হয় বিশ্ব টেস্ট ফাইনালে ভারতের প্রথম ইনিংস। এমন গতিতে ভারত উইকেট হারায় একটা সময় মনে হয়েছিল দ্বিতীয় দিনই হয়তো ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যাবে। ভারতের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট খুইয়ে ১৫১ রান তুলেছে টিম ইন্ডিয়া (Team India)। অজিদের থেকে ৩১৮ রানে পিছিয়ে রয়েছে ভারত।

IND vs AUS, WTC Final 2023 : WTC ফাইনালের তৃতীয় দিন ফলোঅন এড়াতে কত রান তুলতে হবে ভারতকে?
ফলো অন এড়াতে ওভালে ভারতকে WTC ফাইনালের তৃতীয় দিন কত রান তুলতে হবে?
Image Credit source: ICC

Follow Us

লন্ডন : ভারতের আইসিসি ট্রফির স্বপ্ন ফের একবার কি অধরা থেকে যাবে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) ভারতের যা বর্তমান অবস্থা তাতে ফল হতাশার দিকেই এগোচ্ছে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১২১.৩ ওভারে ৪৬৯ রান তোলে। যার মধ্যে রয়েছে জোড়া শতরান। ট্রাভিস হেড ১৬৩ রানের ইনিংস উপহার দিয়েছেন এবং স্টিভ স্মিথ ১২১ রান করেছেন। ওভালে দ্বিতীয় দিন শুরু হয় বিশ্ব টেস্ট ফাইনালে ভারতের প্রথম ইনিংস। এমন গতিতে ভারত উইকেট হারায় একটা সময় মনে হয়েছিল দ্বিতীয় দিনই হয়তো ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে যাবে। ভারতের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট খুইয়ে ১৫১ রান তুলেছে টিম ইন্ডিয়া (Team India)। অজিদের থেকে ৩১৮ রানে পিছিয়ে রয়েছে ভারত। ক্রিজে রয়েছেন অজিঙ্ক রাহানে (২৯*) ও শ্রীকার ভরত (৫*)। এই পরিস্থিতিতে ভারত ঘুরে দাঁড়ালে তা মিরাকেলের থেকে কিছু কম হবে না। ক্রিকেট প্রেমীদের মুখে এখন একটাই প্রশ্ন ফলোঅন এড়াতে টিম ইন্ডিয়াকে আর কত রান করতে হবে? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ফলোঅন এড়াতে ওভালে WTC ফাইনালের তৃতীয় দিন ভারতীয় দলের আর কত রান দরকার?

এখন সকল ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন, WTC ফাইনালে টিম ইন্ডিয়াকে ফলোঅন এড়াতে আর কত রান করতে হবে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ৫ দিনের টেস্ট ম্যাচে প্রথমে ব্যাটিং করা দল যদি কমপক্ষে ২০০ রানের লিড নিয়ে থাকে, তা হলে সেটি ফলোঅন হতে পারে। অর্থাৎ ফলোঅন এড়াতে ভারতীয় দলকে ২৭০ রানে পৌঁছতে হবে। এই মুহূর্তে রোহিত শর্মার দল ৫ উইকেটে ১৫১ রান তুলেছে। ফলে টিম ইন্ডিয়াকে আরও ১১৯ রান করতে হবে, তা হলেই ফলোঅনের বিপদ এড়ানো যাবে।

WTC ফাইনালের প্রথম ইনিংসে ভারতের টপ অর্ডার ব্যর্থ

অজি শিবিরের হয়ে ট্রাভিস হেড ও স্টিভ স্মিথ যেখানে জোড়া সেঞ্চুরি হাঁকালেন সেখানে মাত্র ২০ রান তুলতেই বার বার ঢোক গিলেছেন রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলিরা। বিশ্ব টেস্ট ফাইনালের মতো মঞ্চে এমন ভাবে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়েছে, যাতে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার আশা ক্রমশ কমছে।

 

Next Article