Jasprit Bumrah: ম্যাঞ্চেস্টারে খেলবেন বুমরা, নিশ্চিত করলেন বোলিং পার্টনার

India vs England 4th Test: এরপর এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। লর্ডসে ফেরানো হয়েছিল। স্বাভাবিক ভাবেই ধোঁয়াশা ছিল আদৌ চতুর্থ টেস্টে তাঁকে খেলানো হবে কি না। বুমরা খেলবেন, নিশ্চিত করে দিয়েছেন মহম্মদ সিরাজই।

Jasprit Bumrah: ম্যাঞ্চেস্টারে খেলবেন বুমরা, নিশ্চিত করলেন বোলিং পার্টনার
Image Credit source: PTI

Jul 21, 2025 | 8:22 PM

আর কোনও যদি-কিন্তু নয়। ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে খেলবেন জসপ্রীত বুমরা। সাংবাদিক সম্মেলনে নিশ্চিত করলেন তাঁর বোলিং পার্টনার মহম্মদ সিরাজ। ইংল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণার সময় জানানো হয়েছিল, তিনটি টেস্ট খেলবেন বুমরা। ওয়ার্কলোড ম্যানেজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কোন তিন টেস্টে খেলানো হবে তা নিশ্চিত করা হয়নি। সিরিজের প্রথম টেস্টে খেলানো হয়েছিল বুমরাকে। এরপর এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। লর্ডসে ফেরানো হয়েছিল। স্বাভাবিক ভাবেই ধোঁয়াশা ছিল আদৌ চতুর্থ টেস্টে তাঁকে খেলানো হবে কি না। বুমরা খেলবেন, নিশ্চিত করে দিয়েছেন মহম্মদ সিরাজই।

রোটেশন মানলে, এই ম্যাচে বিশ্রাম দেওয়ার কথা ছিল জসপ্রীত বুমরা। কিন্তু লর্ডস টেস্টে হারের পর চাপ বেড়েছে। ম্যাঞ্চেস্টারে হারলে সিরিজও হাতছাড়া হবে। সিরিজের আশা বাঁচিয়ে রাখতে জিততেই হবে। লর্ডস টেস্টের পর অনেকটা সময়ের বিরতিও ছিল। কিন্তু সমস্যা আরও রয়েছে। বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের চোট। চতুর্থ টেস্টে তাঁকে খেলানোর ভাবনা থাকলেও সেখান থেকে সরতে হয়েছে। আকাশ দীপের কুঁচকিতে চোট। ফলে বুমরাকে ছাড়া ভাবা কঠিন।

সাংবাদিক সম্মেলনে সিরাজ নিশ্চিত করেন বুমরা খেলবেন। দুই অভিজ্ঞ পেসারকে পেলেও তৃতীয় পেসার নিয়ে চার বাড়ছে। আকাশ দীপকে যদি একেবারেই না পাওয়া যায় সেক্ষেত্রে কে? প্রসিধ কৃষ্ণা এই সিরিজে ভরসা দিতে ব্যর্থ। ছিটকে গিয়েছেন পেস বোলিং অলরাউন্ডার নীতীশ রেড্ডি। তাঁর হাঁটুতে চোট। পরিবর্ত হিসেবে নেওয়া হয়েছে অংশুল কম্বোজকে। তাঁকেও এই ম্যাচে খেলিয়ে দেওয়া হতে পারে। তেমনই বোলিং আক্রমণে যোগ করা হতে পারে, কুলদীপ যাদবকে।