
ভারতীয় শিবিরে চোট চিন্তা বেড়েই চলেছে। এ বার পেস বোলিং অলরাউন্ডারের চোট। যে কারণে সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন। এমনিতেই ম্যাঞ্চেস্টার টেস্টের আগে ভারতীয় শিবিরে নানা অস্বস্তি। সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারত। লর্ডসে সুযোগ ছিল জিতে এগিয়ে থাকার। মাত্র ২২ রানের হারে ব্যাকফুটে টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে আশা জিইয়ে রাখতে ম্যাঞ্চেস্টারে জিততেই হবে। কিন্তু আকাশ দীপ ও অর্শদীপ সিংয়ের চোটে অস্বস্তি বেড়েছিল। তালিকায় নতুন সংযোজন নীতীশ কুমার রেড্ডি।
লর্ডস টেস্টে হারের পর পরিকল্পনায় নানা বদলের ভাবনা টিম ম্যানেজমেন্টের। সিরিজ শুরুর আগে বলা হয়েছিল, জসপ্রীত বুমরা তিনটি টেস্টে খেলবেন। গত তিন ম্যাচের রোটেশন ধরলে ম্যাঞ্চেস্টারে বিশ্রাম দেওয়ার কথা তাঁকে। যদিও এই ভাবনা থেকে সরতে হয়েছে। সিরিজে পিছিয়ে থাকায় বুমরাকে খেলানোর সম্ভাবনা প্রবল। এখানেই অবশ্য সমস্যা শেষ হয়ে যাচ্ছে না। বোলিং আক্রমণে বৈচিত্র আনতে স্পিন বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের জায়গায় অর্শদীপ সিং কিংবা কুলদীপ যাদবে আনার ভাবনা ছিল। কিন্তু অর্শদীপের চোট। আকাশ দীপেরও চোট। কুলদীপকে আনলেও পেস বোলিংয়ে ব্যাক আপের অভাব।
সিরিজের প্রথম ম্যাচে শার্দূল ঠাকুরকে খেলানো হয়েছিল। পারফর্ম করতে না পারায় গত দু-ম্যাচে তরুণ পেস বোলিং অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডিকে খেলানো হয়। লর্ডসে ভালো পারফর্মও করেছিলেন। কিন্তু হাঁটুতে চোট পেয়েছেন নীতীশ। তিন স্পেশালিস্ট পেসারের সঙ্গে নীতীশ থাকলে বাড়তি স্পিনার খেলানোর বিকল্প খোলা থাকে। নীতীশের হাঁটুর যা পরিস্থতি, তাতে সিরিজ থেকেই হয়তো ছিটকে যাবেন। শার্দূলকে খেলানো হবে নাকি স্পেশালিস্ট পেসার! সেখানেও বিকল্পে খামতি পড়ছে।