IND vs ENG Toss: মুম্বইতেও প্রথমে ব্যাটিং, ভারতের একাদশে ফিরলেন সামি
India vs England Mumbai Toss Report: চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে ম্যাচ প্র্যাক্টিস দেওয়াই লক্ষ্য ভারতের। রাজকোটেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল মহম্মদ সামির। সেই ম্যাচে অবশ্য তিন ওভার বোলিং করানো হয়েছিল। যত বেশি ম্যাচ এগোবে, তাঁর ফিটনেস আরও উন্নতি হবে, এমনটাই প্রত্যাশা।

মহম্মদ সামির কাছে স্বপ্নের মাঠ। ঘরের মাঠে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ সেমিফাইনাল ওয়াংখেড়ে স্টেডিয়ামেই খেলেছিল ভারত। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে বিধ্বংসী বোলিং করেছিলেন। সেই ম্যাচে সাত উইকেট নিয়েছিলেন সামি। সেই মাঠে আবারও একাদশে ফিরলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাঁকে ম্যাচ প্র্যাক্টিস দেওয়াই লক্ষ্য ভারতের। রাজকোটেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছিল মহম্মদ সামির। সেই ম্যাচে অবশ্য তিন ওভার বোলিং করানো হয়েছিল। যত বেশি ম্যাচ এগোবে, তাঁর ফিটনেস আরও উন্নতি হবে, এমনটাই প্রত্যাশা।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ। প্রথম দু-ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে ছিল ভারত। রাজকোটে লড়াই করলেও হার। তবে পুনেতে চতুর্থ টি-টোয়েন্টি জিতে সিরিজও নিশ্চিত করে নিয়েছে ভারত। মুম্বইতে আজ নিয়মরক্ষার ম্যাচ। বলা যায় পরীক্ষা-নিরীক্ষারও। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ইংল্য়ান্ড অধিনায়ক জস বাটলারের। গত ম্যাচেও টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বাটলার।
ভারতের একাদশে একটিই পরিবর্তন। অর্শদীপের পরিবর্তে সামি। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরির জন্য় অর্শদীপকে অপেক্ষাতেই থাকতে হবে। তেমনই ইংল্য়ান্ডও একটি পরিবর্তন করেছে। সাকিব মাহমুদের জায়গায় ফিরেছেন মার্ক উড।
ভারতের একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্য়াটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি।
ইংল্যান্ড একাদশ – বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেকব বেথেল, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড





