IND vs ENG: ম্যাচটাই কি ফেলে দিলেন? অবাক ক্যাচ মিসে হতাশা

IND vs ENG Test Series: ব্যাটিং নিয়ে কোনও প্রশ্ন তোলার জায়গা নেই। কিন্তু বোলিংয়ে বারবার প্রশ্ন উঠছে, চার পেসার খেলানো উচিত ছিল? কিন্তু ফিল্ডিংয়ের আপশোস যে আরও বেশি। যেটা হঠাৎই ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারতকে।

IND vs ENG: ম্যাচটাই কি ফেলে দিলেন? অবাক ক্যাচ মিসে হতাশা
Image Credit source: PTI

Aug 03, 2025 | 7:27 PM

ওভালে কি ইতিহাস গড়তে চলেছে ইংল্যান্ড। যা কোনও দিন হয়নি, এমন কিছুই কি হতে চলেছে? এমন নানা প্রশ্ন। পরিসংখ্যান বলছে ওভালে সর্বাধিক ২৫৩ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে। সেটাও তো একশো বছরের পুরনো পরিসংখ্যান। ওভালে ইংল্যান্ডকে ৩৭৪ রানের টার্গেট দিয়েছে ভারত। ব্যাটিং নিয়ে কোনও প্রশ্ন তোলার জায়গা নেই। কিন্তু বোলিংয়ে বারবার প্রশ্ন উঠছে, চার পেসার খেলানো উচিত ছিল? কিন্তু ফিল্ডিংয়ের আপশোস যে আরও বেশি। যেটা হঠাৎই ব্যাকফুটে ঠেলে দিয়েছে ভারতকে।

সিরিজের শেষ টেস্ট জিতে ড্র করার সুযোগ রয়েছে ভারতের কাছে। এর জন্য ব্যাটারদের যা করণীয়, করেছে। ইংল্যান্ডকে ৩৭৪ রানের পাহাড়প্রমাণ টার্গেটও দিয়েছে। কিন্তু টেস্ট জিততে গেলে প্রয়োজন প্রতিপক্ষের ২০টা উইকেট নেওয়া। ম্যাচের প্রথম দিন কাঁধের চোটে ক্রিস ওকস ছিটকে যাওয়ায় ওভাল টেস্টে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৮। দ্বিতীয় ইনিংসের প্রসঙ্গেই আসা যাক। তৃতীয় দিনের শেষে একটি উইকেট নিয়ে দারুণ জায়গায় ছিল ভারত।

ম্যাচের চতুর্থ দিন লাঞ্চের আগেই আরও ২ উইকেট নেয় ভারত। জয় ক্রমশ কাছে আসছিল। কিন্তু লাঞ্চের আগে আরও একটা ভুল হয়। ইংল্যান্ড ইনিংসের ৩৫তম ওভারে প্রসিধ কৃষ্ণার বোলিংয়ে পুল খেলেছিলেন হ্যারি ব্রুক। টেস্টে সদ্য প্রাক্তন এক নম্বর ব্যাটার। ক্রিজে সঙ্গী এক নম্বর রুট। ব্রুক এবং রুটের মধ্যে একজনকে নিলে উল্টোদিক থেকে চাপ বাড়বে। ভারতের জয়ের সম্ভাবনাও দ্রুত বাস্তব হবে।

সেই সুযোগও এল। হ্যারি ব্রুকের পুল শট সিরাজের হাতে। কিন্তু ক্যাচ নিলেও ব্যালান্স রাখতে পারলেন না। বাউন্ডারিতে পা লাগে। ভুলের পরিমাণ এতটাই বড় যে নিজেই বাউন্ডারির বাইরে গিয়ে চোখ ঢাকেন সিরাজ। প্রসিধ কৃষ্ণর সেলিব্রেশন বদলে যায় হতাশায়। সেই হ্যারি ব্রুক-রুট জুটিই চাপে রেখেছে ভারতকে। একের পর এক বড় শটে বুঝিয়ে দিচ্ছে, ইতিহাসেই নজর তাদের।