IND vs ENG: ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ওভাল টেস্টে ছিটকে গেলেন সেরা বোলার

IND vs ENG Test Series: শুরুতে ভারত বেকায়দায় থাকলেও ২০০ প্লাস স্কোর করেছে প্রথম দিন। ক্রিজে করুণ নায়ারের মতো অভিজ্ঞ ব্যাটার রয়েছেন। এ ছাড়াও রয়েছেন ওয়াশিংটন সুন্দর। এখান থেকে আড়াইশো পেরোতে পারলেও প্রতিপক্ষের জন্য কঠিন স্কোর হতে পারে। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই অবশ্য ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা।

IND vs ENG: ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা, ওভাল টেস্টে ছিটকে গেলেন সেরা বোলার
Image Credit source: PTI

Aug 01, 2025 | 3:27 PM

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্ট চলছে। ওভাল টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে ওভার কমেছিল। বারবার বাধা তৈরি করেছিল বৃষ্টি। প্রথম দিন মাত্র ৬৪ ওভার খেলা হয়েছে। শুরুতে ভারত বেকায়দায় থাকলেও ২০০ প্লাস স্কোর করেছে প্রথম দিন। ক্রিজে করুণ নায়ারের মতো অভিজ্ঞ ব্যাটার রয়েছেন। এ ছাড়াও রয়েছেন ওয়াশিংটন সুন্দর। এখান থেকে আড়াইশো পেরোতে পারলেও প্রতিপক্ষের জন্য কঠিন স্কোর হতে পারে। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই অবশ্য ইংল্যান্ড শিবিরে বড় ধাক্কা।

বৃষ্টির সময় পিচ ঢাকা হলেও মাঠের বাকি অংশ খোলাই থাকে। সম্ভবত মাঠের নানা অংশ ভেজা ছিল। ম্যাচের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে মরিয়া চেষ্টা করেন ইংল্য়ান্ড বোলিং আক্রমণের সেরা পেসার ক্রিস ওকস। তাতেই কাঁধে চোট পেয়েছিলেন ক্রিস ওকস। কাঁধে হাত দিয়ে মাঠ ছাড়তে দেখা যায়। তাঁর শোল্ডার ডিসলোকেশন হয়েছে বলেই খবর। যে কারণে ওভাল টেস্টে আর বোলিং করবেন না ক্রিস ওকস। এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।

ওভাল টেস্টের প্রথম দিন ১৪ ওভার বোলিং করেছেন ক্রিস ওকস। নিয়েছেন একটি উইকেট। সব মিলিয়ে এই সিরিজে ১১টি উইকেট নিয়েছেন ক্রিস ওকস। এই সিরিজে ভারতের মহম্মদ সিরাজ এবং ক্রিস ওকসই সব ম্যাচ খেলছেন। এর মধ্যে ক্রিস ওকস শেষ ম্যাচে এসে চোটের কারণে আর বোলিংই করতে পারবেন না। ইংল্যান্ডের বোলিং আক্রমণ যে দুর্বল হয়ে পড়ল বলাই যায়। জোফ্রা আর্চার ছিলেন না। ওকসও বোলিংয়ে না থাকায় তাদের পেস আক্রমণে রইলেন গাস অ্যাটকিনসন, জেমি ওভার্টন ও জশ টং। যাদের সম্মিলিত টেস্টের অভিজ্ঞতা ১৮ ম্যাচের।