IND vs ENG: বেন স্টোকসের চোট, ইংল্যান্ডের একাদশে একঝাঁক পরিবর্তন

IND vs ENG Test Series: ফিটনেস প্রসঙ্গে ম্যাচের পর বলেছিলেন, ওভালেও তিনি খেলবেন। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। শেষ ম্যাচে খেলাটা তাঁর কাছে ঝুঁকি হয়ে যাবে। তাই সরে দাঁড়ালেন বেন স্টোকস। ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। এর পাশাপাশি আরও নানা পরিবর্তন হয়েছে ইংল্যান্ডের একাদশে।

IND vs ENG: বেন স্টোকসের চোট, ইংল্যান্ডের একাদশে একঝাঁক পরিবর্তন
Image Credit source: PTI

Jul 30, 2025 | 8:10 PM

ম্যাঞ্চেস্টার টেস্টে দুরন্ত ইনিংস খেলেছেন। সিরিজে সবচেয়ে বেশি উইকেটও তাঁরই। শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন ইংল্যান্ড ক্যাপ্টেন বেন স্টোকস। ম্যাঞ্চেস্টারে প্রথম ইনিংসে ৬৬৯ রানের বিশাল স্কোর গড়েছিল ইংল্যান্ড। এর মধ্যে রুট দেড়শো করেন, বেন স্টোকস করেন ১৪১ রান। কিন্তু ইনিংসের মাঝে পায়ে চোট পাওয়ায় মাঠ ছেড়েছিলেন। পরে আবারও ব্যাটিংয়ে নামেন। এবং দুরন্ত সেঞ্চুরিও করেন। বোলিংও করেছিলেন দ্বিতীয় ইনিংসে। ফিটনেস প্রসঙ্গে ম্যাচের পর বলেছিলেন, ওভালেও তিনি খেলবেন। শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। শেষ ম্যাচে খেলাটা তাঁর কাছে ঝুঁকি হয়ে যাবে। তাই সরে দাঁড়ালেন বেন স্টোকস। ওভালে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ওলি পোপ। এর পাশাপাশি আরও নানা পরিবর্তন হয়েছে ইংল্যান্ডের একাদশে।

ওভালে এখনও অবধি যা পরিস্থিতি, পিচে সবুজের আভা রয়েছে। কিন্তু পেস-বাউন্স আদৌ কতটা থাকবে, তা উপর থেকে বোঝা কঠিন। পেস বাউন্সি পিচ থাকলে ইংল্যান্ডেরও যে বাড়তি সুবিধা নেই, আপাতত এমনটাই বলা যায়। জোফ্রা আর্চারের মতো পেসারকে পাচ্ছে না ইংল্যান্ড। বেন স্টোকসের পরিবর্তে জেকব বেথেল খেলবেন। ব্যাটিং অর্ডারে আর কোনও পরিবর্তন নেই। গ্রিন টপের কারণে বাদ দেওয়া হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার লিয়াম ডসনকে। স্পিনারের পরিবর্তে পুরোপুরি পেস আক্রমণে যাচ্ছে ইংল্যান্ড। স্পিনার প্রয়োজন হলে, জেকব বেথেল-জো রুটের মতো দুই ব্যাটার রয়েছেন।

ওভাল টেস্টের জন্য ইংল্যান্ডের ঘোষিত একাদশ-জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেকব বেথেল, জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভার্টন, জশ টং।