অ্যাডিলেড: টি ২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) কি হবে স্বপ্নের ভারত-পাকিস্তান ফাইনাল? লাখো ক্রিকেটপ্রেমীদের মনের আশা পূর্ণ করতে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নেমে পড়বে মেন ইন ব্লু। প্রতিপক্ষ ইংল্যান্ড (Ind vs Eng)। বৃহস্পতিবার ইংলিশ হার্ডল পেরোতে পারলেই কেল্লাফতে। নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান অপেক্ষা করছে বিশ্বকাপ ফাইনালের প্রতিপক্ষের। এদিকে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার আগেই বলে দিয়েছেন, ভারত-পাকিস্তান ফাইনালের স্বপ্ন কিছুতেই পূরণ হতে দেবে না ইংল্যান্ড। সব মিলিয়ে অ্যাডিলেডে ভারত-ইংল্যান্ড হাড্ডাহাড্ডি সেমিফাইনালের আশা করাই যায়। আজ টস ভাগ্য সঙ্গ দিল না রোহিত শর্মার। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন ইংরেজ অধিনায়ক জস বাটলার। তবে চোটের জন্য সেমিতে ইংল্যান্ডের একাদশে নেই ডেভিড মালান ও মার্ক উড। চলতি টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা উডের ছিটকে যাওয়া মানে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। উডের জায়গায় ক্রিস জর্ডান এবং মালানের পরিবর্তে অ্যাডিলেডে খেলবেন ফিল সল্ট।
টস জিতলে অ্যাডিলেডে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিতেন। বলে দিলেন মেন ইন ব্লু অধিনায়ক রোহিত শর্মা। টসের সময় রোহিত বলেন, “‘টুর্নামেন্ট জুড়ে আমরা যেভাবে খেলে আসছি ঠিক সেভাবেই আরও একবার খেলতে চাই। হাইভোল্টেজ ম্যাচে নার্ভ ধরে রাখা প্রয়োজন।” অনুশীলনের সময় হাতে চোট পেয়েছিলেন রোহিত। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। সেমিফাইনালে অপরিবর্তিত একাদশ নিয়েই নামছে ভারত। যার অর্থ হল সেমিফাইনালে খেলছেন ঋষভ পন্থ। দলের বাইরে দীনেশ কার্তিক।
? Toss & Team News from Adelaide ?
England have elected to bowl against #TeamIndia in the #T20WorldCup semi-final. #INDvENG
Follow the match ▶️ https://t.co/5t1NQ2iUeJ
Here’s our Playing XI ? pic.twitter.com/9aFu6omDko
— BCCI (@BCCI) November 10, 2022
ভারতের একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি ও অর্শদীপ সিং।
ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান ও আদিল রশিদ।