সিডনি: আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সুপার-১২ পর্বে ভারত বনাম নেদারল্যান্ডস (India Vs Netherlands) ম্যাচ। রোহিত শর্মার ভারত এ বারের টি-২০ বিশ্বকাপ শুরু করেছে বাবর আজমের পাকিস্তানকে হারিয়ে। টিম ইন্ডিয়া টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্য়াচে মুখোমুখি হতে চলেছে তাদের থেকে অনেক দূর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের। ভারত জয় দিয়ে কাপ যাত্রা শুরু করলেও, ডাচদের ক্ষেত্রে হয়েছে উল্টোটা। বাংলাদেশের কাছে মাত্র ৯ রানে হেরেছিল ম্যাক্স ও’ডডরা। ফলে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে এ বারের বিশ্বকাপের সুপার-টুয়েলভে প্রথম জয়টা পেতে চায় ডাচরা। ভারত ও নিউজিল্যান্ড এর আগে ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে কখনও মুখোমুখি হয়নি। এর আগে, এই দুই দল দুটি ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচ দুটিতেই জিতেছিল ভারত। ডাচদের বিরুদ্ধে আজ কোন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (ভারতের সম্ভাব্য একাদশ), এবং নেদারল্যান্ডসেরই বা সম্ভাব্য একাদশ কী হতে চলেছে, তা তুলে ধরল TV9Bangla।
নেদারল্যান্ডসের বিরুদ্ধে সুপার টুয়েলভের পরবর্তী ম্যাচ বোলিংয়ে কিছুটা বদল আনার কথা ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় ডাচদের বিরুদ্ধে একাদশে ফিরতে পারেন যুজবেন্দ্র চাহাল। সুপার-১২ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হেরে গেলেও ডাচ দলে পরিবর্তন নাও হতে পারে। কারণ, টাইগারদের বিরুদ্ধে লড়াই করেছিল নেদারল্যান্ডস। সেই টিমকেই ভারতের বিরুদ্ধে ব্যবহার করে ভালো ফলের আশা করবে ডাচরা।
এক ঝলকে দেখে নিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল।
এক ঝলকে দেখে নিন ভারতের বিরুদ্ধে নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ: ম্যাক্স ও’ডড, কলিন অ্যাকারম্যান, বিক্রমজিৎ সিং, বাস ডি লিড, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), টিম প্রিঙ্গল, শারিজ আহমেদ, লোগান ভ্য়ান বিক, ফ্রেড ক্লাসেন, পল ফান মিকেরেন।
ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ সামি। স্ট্যান্ড বাই : মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, শার্দূল ঠাকুর।
নেদারল্যান্ডসের স্কোয়াড : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ভ্য়ান বিক, টম কুপার, ব্র্য়ান্ডন গ্লোভার, টিম ভ্যান ডার গুতেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিড, পল ভ্যান মিকেরেন, রোলেফ ভ্যান ডার মারওয়ে, স্টিফেন মাইবার, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’ডড, টিম প্রিঙ্গল, বিক্রম সিং।