WTC Final 2021: কিউয়িদের চ্যালেঞ্জ সামলে এগোচ্ছেন রোহিত-শুভমন
IND vs NZ WTC Final 2021: বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ভেস্তে গেলেও, দ্বিতীয় দিনে নিরাশ হতে হয়নি দুই দলকে। এসেজ বলে WTC ফাইনালের বল গড়িয়েছে।
সাউদাম্পটন: অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। টসে জিতে বিরাট কোহলির ভারতকে (India) ব্যাটিং করতে পাঠিয়েছেন নিউজিল্যান্ডের (New Zealand) অধিনায়ক কেন উইলিয়ামসন। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ভেস্তে গেলেও, দ্বিতীয় দিনে নিরাশ হতে হয়নি দুই দলকে। এসেজ বোলে WTC ফাইনালের বল গড়িয়েছে।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন বলেন, “আমরা প্রথমে বোলিং করব। আবহাওয়া দেখে মনে হচ্ছে এই সিদ্ধান্তকে আমরা বেশ কাজে লাগাতে পারব। ঠাণ্ডা আবহাওয়ায় পুরো ম্যাচেই মনে হচ্ছে উইকেট ধারাবাহিক থাকবে। চার অভিজ্ঞ সিমারে খেলব আমরা। থাকছে না কোনও স্পিনার। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে খেলতে চলেছি, এটা একটা দুর্দান্ত চ্যালেঞ্জ। একটা দারুণ অভিজ্ঞতা হতে চলেছে।”
এই প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হচ্ছে। যার জন্য নিউজিল্যান্ড দলের সকলে উৎসুক বলার পাশাপাশি কিউয়ি উইকেটকিপার ব্যাটসম্যান বিজে ওয়াটলিংকে নিয়ে উইলিয়ামলন বলেন, “ওয়াটলিং আমাদের দলের সত্যিকারের একজন নেতা, অনেক বড় মাপের ক্রিকেটার ও। ওর জন্য ওর শেষ ম্যাচটা দারুণ হতে চলেছে।”
টসের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, “আমরাও সম্ভবত প্রথমে বোলিং করতাম। তবে বোর্ডে রান তোলার শক্তিটাও আমাদের রয়েছে। একটা ফাইনালে বোর্ডে বড় রান তোলাটা সত্যিই একটা অ্যাডভান্টেজ দেবে। আমারা যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম। আমরা টেস্ট ক্রিকেটে ভালো ফর্মেই রয়েছি। তাই এই ম্যাচেও আমরা পেশাদার প্রক্রিয়া অনুসরণ করে নিজেদের মতো খেলব।”
আরও পড়ুন: India vs New Zealand Live Score, WTC Final 2021 Day 2: ভালো শুরু রোহিত-শুভমন জুটির