Ishan Kishan, IND vs PAK: ধোনির এই রেকর্ডে ভাগ বসালেন ঈশান কিষাণ
MS Dhoni, IND vs PAK: সেখানে খেলেছিলেন ঈশান। তিন ম্যাচেই হাফসেঞ্চুরি করেন। এশিয়ান কাপে অভিষেকেই হাফসেঞ্চুরি। ওয়ান ডে ফরম্যাটে টানা চার ম্যাচে হাফসেঞ্চুরি।
পাল্লেকেলে: হ্যারিস রউফের অফস্টাম্পের অনেকটা বাইরে শর্টপিচ ডেলিভারি। পুল শট খেলার পরই বুঝলেন, একটা বড় ভুল হয়ে গেল। এই ডেলিভারিতে কাট শট খেলতে পারতেন। মিস টাইমে বেলুন হয়ে গেল বল। সার্কেলে ক্যাচে ফিরলেন ঈশান কিষাণ। হতাশায় ওপরে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। তবে এই একটা ইনিংসে যেন বিশ্বকাপের স্কোয়াডে নিজের নামটা লিখে রাখলেন ঈশান কিষাণ। সঙ্গে ধোনির রেকর্ডেও ভাগ বসালেন ভারতের এই তরুণ উইকেটকিপার। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এশিয়া কাপে অভিষেক হল ঈশান কিষাণের। স্কোয়াডে নাম রয়েছে লোকেশ রাহুলেরও। যদিও গ্রুপ পর্বে তাঁকে পাওয়া যাবে না। রাহুল ফুল ফিট থাকলে হয়তো একাদশে জায়গাই হত না ঈশানের। কিপার-ব্যাটার হিসেবে খেলতেন রাহুলই। টপ অর্ডার ব্যর্থ হওয়ায় কঠিন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নামতে হল ঈশানকে। একদিকে প্রয়োজন ছিল ইনিংস মেরামতির, পাশাপাশি রানের গতি বাড়ানোও। দুটো কাজই করলেন। ৫৪ বলে হাফসেঞ্চুরিতে পৌঁছন ঈশান। কিছু দিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ভারত। সেখানে খেলেছিলেন ঈশান। তিন ম্যাচেই হাফসেঞ্চুরি করেন। এশিয়ান কাপে অভিষেকেই হাফসেঞ্চুরি। ওয়ান ডে ফরম্য়াটে টানা চার ম্যাচে হাফসেঞ্চুরি।
ভারতীয় কিপার-ব্যাটারদের মধ্যে টানা চার ওডিআই ম্যাচে হাফসেঞ্চুরির রেকর্ড রয়েছে মহেন্দ্র সিং ধোনির। সেই রেকর্ডে ভাগ বসালেন তাঁরই রাজ্যের ক্রিকেটার ঈশান কিষাণ। কেরিয়ারে আরও একটা শতরানের দিকেও এগচ্ছিলেন। অল্পের জন্য মিস হল। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ১৩৮ রানের পার্টনারশিপে দলকে লড়াইয়ে ফেরান। ৮১ বলে ৮২ রানের অনবদ্য ইনিংস। ৯টি বাউন্ডারি এবং ২টি ওভার বাউন্ডারি মেরেছেন। রাহুলের না থাকায় ভারতীয় শিবিরে যে অস্বস্তি তৈরি হয়েছিল, প্রথম ম্যাচেই সেই অস্বস্তি অনেকটাই দূর করে দিলেন ঈশান। মিডল অর্ডারে ওর মতো একজন বাঁ হাতি ব্য়াটার পার্থক্য গড়ে দিতে পারে, সেটাই যেন বুঝিয়ে দিলেন।