মেলবোর্ন: বাইশ গজে ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ মানেই, নানা অঙ্ক, নানা পরিকল্পনা থাকে। এই মহারণের অপেক্ষায় থাকে ক্রিকেটবিশ্ব। দুই দেশের ক্রিকেটপ্রেমীরা বাড়তি আবেগ নিয়ে ম্যাচ দেখতে বসে। দেখতে দেখতে ফের একটা ভারত-পাকিস্তান যুযুধান লড়াইয়ের দিন চলে এল। আজ মেলবোর্নে মহারণ। চলতি টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) সুপার-১২ পর্বের দ্বিতীয় দিন আজ। সুপার সানডের মেগা ম্যাচ ঘিরে উত্তেজনা চরমে। দুই দলই পরিসংখ্যান, কোনও এক ক্রিকেটারকে নিয়ে চাপ নিতে চায় না। সেই ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিষেক মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তার পর আর টিম ইন্ডিয়ার শিকে ছেঁড়েনি। এ বার কি ট্রফি আসবে ভারতে? গ্রিন আর্মির বিরুদ্ধে আজ কোন একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া (ভারতের সম্ভাব্য একাদশ), তুলে ধরল TV9Bangla।
বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার ভারতের যে একাদশ হতে পারে —
দীনেশ কার্তিকের জায়গায় ঋষভ পন্থকেও খেলানো হতে পারে। কারণ, ম্যাচের আগের দিন জোরকদমে ব্যাটিং অনুশীলন করেছেন পন্থ। হার্দিক পান্ডিয়ার বোলিংও সামলেছেন পন্থ। তাই ভারতের একাদশে তাঁর জায়গা যে হবে না, তা নিশ্চিত বলা যাচ্ছে না।
হেড টু হেডে চোখ রাখলে দেখা যাবে এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে মোট ১১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ভারত জিতেছে ৭ বার এবং পাকিস্তান জিতেছে ৩ বার। ১টি ম্যাচ টাই। গত বছর টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। সেই ম্যাচে ১০ উইকেটে জিতেছিল বাবর আজমের পাকিস্তান।
ভারতের স্কোয়াড : রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং, মহম্মদ সামি। স্ট্যান্ড বাই : মহম্মদ সিরাজ, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, শার্দূল ঠাকুর।