CWC 2023, IND vs PAK: ভারত-পাক টিকিট যেন শুরুর আগেই শেষ…! অনেকেই বলছেন ‘স্ক্যাম’

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 30, 2023 | 3:09 AM

Cricket World Cup Ticket: টিকিট না পেয়ে স্বাভাবিক ভাবেই ক্ষোভ প্রকাশ করেন লাখো ক্রিকেট প্রেমী। এত দ্রুত কী করে টিকিট শেষ হয়ে যায়, কারা টিকিট পেল, সেই ভাগ্যবান কারা, এই নিয়েও নানা পোস্ট ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়।

CWC 2023, IND vs PAK: ভারত-পাক টিকিট যেন শুরুর আগেই শেষ...! অনেকেই বলছেন স্ক্যাম
Image Credit source: twitter

Follow Us

নয়াদিল্লি: আজ শুরু হচ্ছে এশিয়া কাপ। ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ। তারই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। সব কিছু ঠিক থাকলে এশিয়া কাপে একাধিক বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। এই ম্যাচ ঘিরে সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের উত্তেজনা থাকে। এর পাশাপাশি ক্রিকেট অনুরাগীরা ভুলছেন না বিশ্বকাপের কথাও। ভারতের মাটিকে ওয়ান বিশ্বকাপ। অপেক্ষার প্রহর চলছে। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। আইসিসি টুর্নামেন্টে এক দশক কোনও ট্রফি নেই। এ বারও ঘরের মাঠে বিশ্বকাপে ফেভারিট টিম ইন্ডিয়াই। ক্রিকেটের মহাযজ্ঞে বাড়তি আকর্ষণ সেই ভারত-পাকিস্তান ম্যাচই। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। আর তার টিকিট নিয়েই ক্ষোভ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

বিশ্বকাপের টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে বুক মাই শো নামক একটি সংস্থা। তারাই নির্দেশিকা দিয়েছিল ২৯ অগস্ট, সন্ধে ৬টায় ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ভার্চুয়াল জগতেও লাইন দিতে হয়। যারাই টিকিটের চেষ্টা করেছেন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। তবে আদৌ কারা টিকিট কাটতে পেরেছেন, এ নিয়ে প্রশ্ন। সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট ছড়িয়ে পড়ে। টিকিটের লাইনে ৬ ঘণ্টা অপেক্ষা করেও নাকি টিকিট পাননি। এমন অভিযোগও করেছেন অনেকেই।

ভারত-পাকিস্তান ম্যাচ টিকিটের চাহিদা আকাশছোঁয়া হবে, এমনটাই প্রত্যাশিত। দ্রুত ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। সে কারণেই টিকিটের জন্য প্রত্যেককে লাইনে যোগ করা হয়। স্ক্রিনে ভেসে ওঠে, কতক্ষণ অপেক্ষা করতে হবে, তার আনুমানিক সময়ও। দ্রুত সেই সময় বাড়তে থাকে। ঠিক কতজন টিকিট কাটতে পেরেছেন এ নিয়েও ধোঁয়াশা। কেন না, কিছুক্ষণের মধ্যেই ওয়েবসাইটের স্ক্রিনে ভেসে ওঠে, টিকিট সোল্ড আউট। এ যেন শুরুর আগেই শেষ! অনেকে আবার প্রক্রিয়াটির ভিডিয়ো করে রেখেছেন।

টিকিট না পেয়ে স্বাভাবিক ভাবেই ক্ষোভ প্রকাশ করেন লাখো ক্রিকেট প্রেমী। কেউ কেউ এই প্রক্রিয়াকে ‘স্ক্যাম’ বলছেন। এত দ্রুত কী করে টিকিট শেষ হয়ে যায়, কারা টিকিট পেল, সেই ভাগ্যবান কারা, এই নিয়েও নানা পোস্ট ঘুরতে থাকে সোশ্যাল মিডিয়ায়। শুধুমাত্র ভারত-পাকিস্তান নয়, অন্যান্য ম্যাচের টিকিট কাটতে গিয়েও নানা ঝক্কি পোয়াতে হচ্ছে, এমনটাই দাবি।

Next Article