
পিচ যেমনই হোক, রবীন্দ্র জাডেজার বোলিংয়ে ভরসা রাখা যায়। তেমনই রিস্ট স্পিনাররা যে কোনও পিচেই সাফল্য পান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে পিচ থেকে সাহায্য পেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠলেন রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদব। বিশেষ মাইলফলকে এই জুটি। টস হেরে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১১৪ রানেই অলআউট। এমনটা সম্ভব হয়েছে জাডেজা-কুলদীপ জুটিতেই। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
পেসাররা অনবদ্য শুরু দেওয়ার পর আক্রমণে আসেন রবীন্দ্র জাডেজা। তিনি পিচ থেকে সাহায্য পেতেই চায়নাম্যান কুলদীপ যাদবকেও আক্রমণে আনেন অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পরিকল্পনা কাজেও দেয়। কুলদীপ মাত্র ৩ ওভার বোলিং করার সুযোগ পান। এর মধ্যে দুটি ওভারে কোনও রান দেননি। তাঁর তিন ওভারে সব মিলিয়ে এসেছে ৬ রান। আর উইকেট চারটি। রবীন্দ্র জাডেজা নিয়েছেন তিন উইকেট। দুই বাঁ হাতি স্পিনারের ঝুলিতে মোট সাত উইকেট। ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে এই প্রথম ইনিংসে মোট সাত কিংবা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন জাডেজা ও কুলদীপ।
বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদব ম্যাচের সেরার পুরস্কারও জেতেন। কুলদীপ অবশ্য বাড়তি কৃতিত্ব দিচ্ছেন তাঁর সিনিয়র বোলিং সঙ্গী রবীন্দ্র জাডেজাকেই। স্কোয়াডে রয়েছেন আর এক লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভরসা রাখলেন কুলদীপে। ম্যাচ শেষে এই বাঁ হাতি লেগ স্পিনার বলছেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে পেসারদের স্বর্গ বলা হয়। তবে এখানকার পিচ থেকে স্পিনাররা সাহায্য পাওয়ায় খুবই ভালো লাগছে। জাডেজার সঙ্গে মোট সাত উইকেট নিয়ে দলের জন্য অবদান রাখতে পেরে খুবই ভালো লাগছে। জাডেজা পিচ থেকে সাহায্য পাওয়ায় আরও আত্মবিশ্বাসের সঙ্গে বোলিং করতে পেরেছি। পিচে টার্নের সঙ্গে দারুণ বাউন্সও ছিল।’