India vs West Indies 2023: ‘সঠিক পথেই ছিলাম…কিন্তু’ কারণ ব্যাখ্যা করলেন হার্দিক

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 04, 2023 | 1:44 AM

IND vs WI 2023, 1st T20I: তাহলে কোথায় খেই হারাল ভারত? অধিনায়কের কথায়, 'টি-টোয়েন্টিতে উইকেট হারালে যে কোনও রান তাড়া করাই কঠিন হয়ে পড়ে। আমরা মাঝপথে দুটো উইকেট হারাতেই চাপ বাড়ে। নিজেদের কিছু ভুলেরও খেসারত দিতে হয়েছে। সবই ঠিক ছিল। ম্যাচটা ঠিকঠাক শেষ করতে পারিনি।'

India vs West Indies 2023: সঠিক পথেই ছিলাম...কিন্তু কারণ ব্যাখ্যা করলেন হার্দিক
Image Credit source: Twitter

Follow Us

ওয়ান ডে সিরিজে দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। হেরেছিল ভারত। তাঁর নেতৃত্বেই পরের ম্যাচ জিতে সিরিজও জেতে ভারত। টি-টোয়েন্টি সিরিজের শুরুটা হল হার দিয়ে। যদিও ৮০ শতাংশ সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের দখলেই। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের জন্য লক্ষ্য ছিল মাত্র ১৫০ রান। ১৬তম ওভার অবধিও ভারতের জয় ছিল সময়ের অপেক্ষা। ক্রিজে তখনও অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং কিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। ওভার প্রতি রান প্রয়োজন ছিল ৭-এর মতো। সেখান থেকে ৪ রানে হার। ম্যাচ শেষে হার্দিক জানালেন হারের কারণ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ক্লোজ ম্যাচ। টস হার কি কোনও ভূমিকা নিয়েছে? ভারত প্রথমে ব্যাট করলে বাড়তি কোনও সুবিধা হত! অধিনায়ক হার্দিক পান্ডিয়া অবশ্য তা মনে করেন না। ম্যাচ শেষে বলেন, ‘প্রথম ব্যাট করলে বিশাল কোনও পার্থক্য হত বলে মনে হয় না। আমরা রান তাড়ায় পুরোপুরি ভালো জায়গায় ছিলাম। কিছু ভুল করেছি। ভুললে চলবে না এটা তরুণ দল। এমনটা হতেই পারে।’

তাহলে কোথায় খেই হারাল ভারত? অধিনায়কের কথায়, ‘টি-টোয়েন্টিতে উইকেট হারালে যে কোনও রান তাড়া করাই কঠিন হয়ে পড়ে। আমরা মাঝপথে দুটো উইকেট হারাতেই চাপ বাড়ে। নিজেদের কিছু ভুলেরও খেসারত দিতে হয়েছে। সবই ঠিক ছিল। ম্যাচটা ঠিকঠাক শেষ করতে পারিনি।’

ভারতের হারে উজ্জ্বল দুই অভিষেককারী ক্রিকেটারের। মিডল অর্ডার ব্যাটার তিলক ভার্মা প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছিলেন। প্রথম সুযোগেই অভিষেক। অন্যদিকে, এই সফরে তিন ফরম্যাটেই অভিষেক হল পেসার মুকেশ কুমারের। এই দু-জনকে নিয়ে উচ্ছ্বসিত হার্দিক বলছেন, ‘গত দুটো সপ্তাহ স্বপ্নের মুহূর্ত কাটাচ্ছে মুকেশ। তিন ফরম্যাটেই ডেভিউ হল ওর। মানুষ হিসেবে দুর্দান্ত। দলের জন্য সর্বস্ব দিতে পারে। স্লগে ওর দুই ওভার খুবই ভালো ছিল। তেমনই জোড়া ছক্কা, ডাকাবুকো ব্যাটিংয়ে আন্তর্জাতিক কেরিয়ারের শুরু তিলকের। আগামীতে ভরসা দেবে।’

Next Article