বিরাট কোহলি, রোহিত শর্মারা টি-টোয়েন্টি ফরম্যাটে দেশের হয়ে আর খেলবেন কিনা ধোঁয়াশা রয়েছে। খেলার সম্ভাবনা নেই বললেই চলে। অক্টোবরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তেমনই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনাও শুরু হয়েছে। গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সফরে টেস্ট, ওয়ান ডে সিরিজ শেষ। এ বার পালা টি-টোয়েন্টির। যার প্রথম তিনটি ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজেই। সিরিজের শেষ ম্যাচ দুটি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ভারতীয় দলের কাছে আগাম প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ। আজ ভারতের মাইলফলকের ম্যাচ। টি-টোয়েন্টিতে ভারতীয় দল ২০০তম ম্যাচ খেলতে চলেছে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচের প্রিভিউ বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ দুটি ওয়ান ডে-তে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ওয়ান ডে-তে তিনি ছিলেন সহ অধিনায়ক। রোহিত, বিরাট বিশ্রামে ছিলেন। টি-টোয়েন্টি স্কোয়াডে নেই রোহিত, বিরাট, জাডেজার মতো সিনিয়ররা। অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তাঁর ডেপুটি সূর্যকুমার যাদব। স্কোয়াডে বেশ কিছু নতুন মুখ। তার মধ্যে উল্লেখযোগ্য যশস্বী জয়সওয়াল, মুকেশ কুমার এবং তিলক ভার্মা।
এই সফরেই টেস্ট এবং ওয়ান ডে অভিষেক হয়েছে মুকেশ কুমারের। তাঁর দিকে বাড়তি নজর রয়েছে টিম ম্যানেজমেন্টের। ক্রমশ তাঁকে তিন ফরম্যাটের জন্যই তৈরি করা হচ্ছে। ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচটি হয়েছিল টরবায় ব্রায়ান লারা অ্যাকাডেমির মাঠে। প্রথম টি-টোয়েন্টি এই মাঠেই। মুকেশ গত ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন। একজন তরুণ পেসারের এই পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টকে ভরসা দেবে।
বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের খেলা নিশ্চিত। তিন বিশেষজ্ঞ পেসার খেলালে অর্শদীপের সঙ্গে মুকেশ ও আবেশ খান। কিন্তু হার্দিক সহ তিন পেসার হলে মুকেশ-আবেশ-উমরান মালিকের ত্রিমুখী লড়াই। কিছুটা হলেও এগিয়ে মুকেশই। স্পিন আক্রমণ নিয়ে বেশ ধোঁয়াশা। দলে রয়েছেন তিন রিস্টস্পিনার যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব এবং রবি বিষ্ণোই। কুল-চা জুটিকে এক সঙ্গে দেখা যেতে পারে। তেমনই স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে অক্ষর প্যাটেল।
ব্যাটিংয়েও সুস্থ ভাবনার জায়গা। টেস্ট সহ গত তিন ইনিংসেই অর্ধশতরান রয়েছে ঈশান কিষাণের। তাঁর সঙ্গে ওপেনিংয়ে শুভমন নাকি যশস্বী জয়সওয়াল! দলে আর এক নতুন মুখ তিলক ভার্মাকে হয়তো কিছুটা অপেক্ষা করতে হবে।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, প্রথম টি-টোয়েন্টি
ভারতীয় সময় রাত ৮টা থেকে
দূরদর্শন এবং ফ্যানকোডে সরাসরি সম্প্রচার