এ যেন খেলার জন্য খেলা! ভারতীয় দল বিশ্বকাপের আগে নানা পরীক্ষা করতে চায়। তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতে চায়। তবে তরুণ ক্রিকেটাররা দলকে জেতানোর মতো খেলতে চান কিনা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে তা প্রশ্ন তুলে দিল। রোহিত শর্মা, বিরাট কোহলিকে দ্বিতীয় ওয়ান ডে-তে বিশ্রাম দেওয়া হয়েছিল। প্রথম ম্যাচে স্কোয়াডে থাকলেও ব্যাটিংয়ে নামেননি বিরাট। ১১৫ রানের লক্ষ্য থাকলেও বাধ্য হয়ে নামতে হয়েছিল রোহিত শর্মাকে। দ্বিতীয় ম্যাচে এই জুটিকে ছাড়া ওয়েস্ট ইন্ডিজকে কোনও চ্যালেঞ্জই দিতে পারল না। ম্যাচ হেরে যদিও খেদ নেই ভারতীয় শিবিরে। অধিনায়ক হার্দিক পরের ম্যাচ নিয়ে ভাবছেন! আর কী বললেন হার্দিক? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ভারতের দেওয়া ১৮২ রানের লক্ষ্য সহজেই ছুঁয়ে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। ৩৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। হারের পর ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘সার্বিক ভাবে আমাদের ব্যাটিং ভালো হয়নি। আজকের ম্যাচের পিচ দারুণ ছিল। প্রথম ম্যাচের মতো পিচ ছিল না। শুরুটা ভালো দিয়েছিল ঈশান-শুভমন জুটি। কিন্তু প্রত্যেকেই যেন ফিল্ডারের হাতেই শট খেলেছে। এই হার থেকে অনেক কিছু শেখার রয়েছে।’
ভারত কি এই ওয়েস্ট ইন্ডিজকে খুবই হালকা নিয়েছিল? একাদশ বাছাই থেকে পারফরম্যান্সে তেমনটাই মনে হয়। একটি হার নিয়ে খুব বেশি চিন্তিত নন হার্দিক। ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার তথা সঞ্চালক ড্যারেন গঙ্গার প্রশ্নে হার্দিক আরও যোগ করেন, ‘আপনারাও তো চেয়েছিলেন সিরিজ সমতায় ফিরুক। দর্শকদের জন্যও এই সিরিজ উপভোগ্য হল। সিরিজ এখন সমতায়। তবে এই ম্যাচে কী হয়েছে, সেটা নিয়ে আর ভাবতে চাই না। বরং পরবর্তী ম্যাচটি নিয়ে ভাবতে চাই।’
এখনও ওয়ান ডে ক্রিকেট খেলার মতো ফুল ফিটনেসে ফেরেননি হার্দিক। দ্বিতীয় ওডিআই-তে ৭ ওভার মতো বোলিং করলেন। বিশ্বকাপের আগে ফুল ফিট হওয়াই লক্ষ্য। নিজেই জানালেন সে কথা। ফিটনেস প্রশ্নে বলেন, ‘আমি ঠিক আছি। তবে আরও বোলিং করতে হবে। এই মুহূর্তে আমি কচ্ছপ। এরপর খরগোশ হতে হবে। বিশ্বকাপের আগে ফুল ফিট হতে হবে।’