India vs West Indies 2023: অর্ধশতরানে ঈশান ফিরতেই ব্যাটিং বিপর্যয় ভারতের
IND vs WI 2023, 2nd ODI: টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। ভারতীয় একাদশে জোড়া পরিবর্তন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার জায়গায় একাদশে সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল।
সুযোগ পেলে কাজে লাগাতে হয়। যেটা করেছেন ঈশান কিষাণ। টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে এই সফরেই। প্রথম ম্যাচে ব্যাট হাতে তেমন নজর কাড়তে পারেননি। দ্বিতীয় টেস্টে বৃষ্টিতে চাপ বাড়ে ভারতের। দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিং দেখা যায়। দ্রুত রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করাই লক্ষ্য ছিল। ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির জায়গায় চারে নামেন ঈশান কিষাণ। দ্রুতগতিতে রান তুলে অর্ধশতরান করেন ঈশান। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে রোহিতের জায়গায় ওপেন করেন। অর্ধশতরানে সুযোগ কাজে লাগান ঈশান কিষাণ। টানা দ্বিতীয় ওয়ান ডে-তে অর্ধশতরান ঈশানের। কিন্তু তিনি ফিরতেই ব্যাটিং বিপর্যয়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। ভারতীয় একাদশে জোড়া পরিবর্তন। বিরাট কোহলি এবং রোহিত শর্মার জায়গায় একাদশে সঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। প্রথম ওয়ান ডে-র মতো ওপেন করেন ঈশান কিষাণ ও শুভমন গিল। কিছুটা মন্থর শুরু হল। ওয়েস্ট ইন্ডিজ অনবদ্য ফিল্ডিংয়ে চাপে রাখেন ঈশানকে। পরিস্থিতি কিছুটা বুঝে নিতেই রানের গতি বাড়ান ঈশান। শুভমন গিলও সেট হয়ে ছিলেন। যদিও বড় ইনিংস এল না। দলীয় ৯০ রানে প্রথম উইকেট হিসেবে ফেরেন শুভমন। ৪৯ বলে ৩৪ রান করেন এই ওপেনার।
ওপেনিং জুটি ভাঙতেই অস্বস্তি শুরু হল। ৫১ বলে ওয়ান ডে কেরিয়ারের পঞ্চম হাফসেঞ্চুরি ঈশানের। ৪ বলের ব্যবধানে কাটশট খেলতে গিয়ে পয়েন্টে অ্যালিক আথানেজের ক্যাচে ফিরলেন ঈশান। ৫৫ বলে ৫৫ রান করেন। তিনে নামেন সঞ্জু স্যামসন। চারে অক্ষর প্যাটেল দু-জনের কেউই সুযোগ কাজে লাগাতে পারলেন না। অক্ষর প্যাটেল ৮ বলে ১ রানে ফেরেন। সঞ্জু ১৯ বলে ৯ রানে আউট। তার আগে ফিরেছেন পাঁচে নামা এই ম্যাচের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও। ৯০-০ থেকে ১১৩ রানে পাঁচ উইকেট হারায় ভারত। ২৪.১ ওভারে সঞ্জু আউট হতেই বৃষ্টির জন্য বন্ধ ম্যাচ।