India vs West Indies 2023: টানা আধডজন সিরিজ হারের সামনে ওয়েস্ট ইন্ডিজ

IND vs WI 2023, 2nd ODI Preview: ব্যাটিংয়েও টিম ম্যানেজমেন্ট বিকল্প খুঁজছে। প্রথম ওয়ান ডে-তে ওপেন করেন ঈশান কিষাণ। অর্ধশতরানে ভরসা দিয়েছেন। ধারাবাহিক পারফর্ম করতে পারলে বিশ্বকাপে কিপার-ব্যাটার হিসেবে তাঁকে দেখা যেতে পারে।

India vs West Indies 2023: টানা আধডজন সিরিজ হারের সামনে ওয়েস্ট ইন্ডিজ
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2023 | 7:30 AM

ওয়ান ডে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারার ক্ষত। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে হার। ওয়েস্ট ইন্ডিজের অস্বস্তি বাড়িয়েছে ঘরের মাঠের পিচও। স্পিন সহায়ক পরিস্থিতিতে অনবদ্য পারফরম্যান্স রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবের। সিরিজের প্রথম ওয়ান ডে দীর্ঘস্থায়ী হয়েছে মাত্র ৪৫.৫ ওভার। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ অলআউট ১১৪ রানেই। পাঁচ উইকেট হারিয়ে জয় ভারতের। আজ ভারতের সামনে ওয়ান ডে সিরিজ নিশ্চিত করার সুযোগ। তেমনই ঘরের মাঠে টানা আধডজন দ্বি-পাক্ষিক সিরিজ হার আটকানোর লড়াই ওয়েস্ট ইন্ডিজের। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওডিআইতে আজ মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

অক্টোবরে দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে এশিয়া কাপের মতো আরও একটি মাল্টিনেশন টুর্নামেন্টও রয়েছে। তার আগে তরুণদের দেখে নেওয়াই ভারতীয় দলের মূল উদ্দেশ্য। টিমে সিনিয়র পেসাররা নেই। মহম্মদ সিরাজকেও এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। মুকেশ কুমার অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন। বিশ্বকাপের আগে তাঁর মতো তরুণ পেসার ধারাবাহিক পারফর্ম করলে ভারতীয় দলে বিকল্প বাড়বে।

ব্যাটিংয়েও টিম ম্যানেজমেন্ট বিকল্প খুঁজছে। প্রথম ওয়ান ডে-তে ওপেন করেন ঈশান কিষাণ। অর্ধশতরানে ভরসা দিয়েছেন। ধারাবাহিক পারফর্ম করতে পারলে বিশ্বকাপে কিপার-ব্যাটার হিসেবে তাঁকে দেখা যেতে পারে। শুভমন গিল, সূর্যকুমার যাদবদের কাছে প্রথম ম্যাচে ব্যাটিং প্র্যাক্টিসের সুযোগ ছিল। যদিও বড় ইনিংস খেলতে পারেননি। এর জন্য কিছুটা অস্বস্তি ছিল পিচও। ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপও অবাক হয়েছিলেন পিচের চরিত্র নিয়ে। দ্বিতীয় ওয়ান ডে-তে দু-দলের নজর থাকবে পিচেও।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, সন্ধে ৭টা, দূরদর্শন এবং ফ্যানকোডে সরাসরি সম্প্রচার