তরুণদের সুযোগ দেওয়াই লক্ষ্য। রোহিত শর্মা ওয়ান ডে সিরিজ শুরুর আগেই বলেছেন সে কারণেই প্রথম ম্যাচে তিনি এবং বিরাট কোহলি নিজেদের ব্যাটিং অর্ডার অনুযায়ী নামেননি। বোর্ডে মাত্র ১১৫ রানের লক্ষ্য ছিল ভারতের সামনে। রোহিত-বিরাট চেয়েছিলেন, তরুণ ক্রিকেটাররাই ম্যাচ ফিনিশ করে আসুক। যদিও সেটা হয়নি। পাঁচ উইকেট চলে যাওয়ার পর ব্যাটিংয়ে নামেন রোহিত শর্মা। আর কোনও উইকেট হারায়নি ভারত। পাঁচ উইকেটে জয় ভারতের। দ্বিতীয় ওয়ান ডে-তে আরও বেশি করে তরুণদের সুযোগ দিতে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলছেনই না। তাহলে ঋতুরাজ কেন সুযোগ পাবেন না! এই নিয়েই উঠছে প্রশ্ন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের স্কোয়াডে একঝাঁক তরুণ ক্রিকেটার। রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ও। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে ওপেন করেন ঋতু। আইপিএলের ১৬তম সংস্করণেও নজর কেড়েছেন। ফলে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে সুযোগ দেওয়া হবে বলে মনে করা হয়েছিল। দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন হওয়ায় ঋতুরাজকে দেখার সম্ভাবনা ছিল। যদিও তিন স্পিনার খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানজমেন্ট। রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদবের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে অক্ষর প্যাটেল।
দেশের হয়ে এখনও অবধি একটি মাত্র ওয়ান ডে ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। গত বছর অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ঋতুরাজ। যদিও ৪২ বলে তাঁর অবদান মাত্র ১৯ রান। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে রিজার্ভবেঞ্চ শক্তিশালী করতে চায় টিম ম্যানেজমেন্ট। সেই লক্ষ্যে কেন ঋতুরাজকে খেলাচ্ছেন না রাহুল দ্রাবিড়, এমন প্রশ্নও উঠছে সোশ্যাল মিডিয়ায়। দ্বিতীয় ওয়ান ডে শুরু হতেই ট্রেন্ডিং ঋতুরাজ গায়কোয়াড় এবং রাহুল দ্রাবিড়।