তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। দ্বিতীয় ওয়ান ডে-তে আজ মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তবে প্রতিপক্ষকে মাত্র ১১৪ রানে অলআউট করা যাবে, এমনটা প্রত্যাশা করেননি। নতুন বলে হার্দিক পান্ডিয়া এবং অভিষেককারী মুকেশ কুমার দারুণ স্পেল করেন। উইকেট নেন শার্দূল ঠাকুরও। এরপরই জাডেজা এবং চায়নাম্যান কুলদীপ যাদবের স্পিন জাদু। এই জুটি নেয় সাত উইকেট। ভারতের প্রথম বাঁ হাতি বোলারের জুটি হিসেবে ম্যাচে ৭ উইকেটের নজির গড়েন। দ্বিতীয় ওয়ান ডে-তে নানা পরিসংখ্যানে নজর থাকবে। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম ম্যাচে পিচ স্পিনসহায়ক ছিল। দু-দলের স্পিনাররাই নজর কেড়েছেন। তবে রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবের অভিজ্ঞতায় এগিয়ে। এ বছর ওয়ান ডে ক্রিকেটে প্রত্যাবর্তন হয় বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ যাদবের। এরপর চোখ ধাঁধানো ফর্মে। আত্মবিশ্বাসও তুঙ্গে। গত ম্যাচে ৩ ওভারে মাত্র ৬ রান দিয়ে চার উইকেট নেন। বছরের শুরুতে প্রত্যাবর্তন থেকে মাত্র ৯ ম্যাচে ১৯টি উইকেট নিয়েছেন কুলদীপ। ইকোনমি মাত্র ৫.২৫। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসরঙ্গা এবং মহেশ থিকসানা ছাড়া আর কেউই এই সময়ের মধ্যে কুলদীপের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি।
ওয়ান ডে ফরম্যাটে ২০০ উইকেটের সামনে বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাডেজা। তাঁর প্রয়োজন আরও আধডজন উইকেট। ভারতীয় স্পিনারদের মধ্যে মাত্র দু-জন ওয়ান ডে-তে ২০০ টির বেশি উইকেট নিয়েছেন। তাঁরা হলেন অনিল কুম্বলে এবং হরভজন সিং। তৃতীয় ভারতীয় স্পিনার হিসেবে এই মাইলফলকের সামনে জাডেজা। তবে আর তিনটি উইকেট নিলে প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদের ১৯৬ উইকেট সংখ্যা ছাপিয়ে যাবেন জাডেজা।
প্রথম ওয়ান ডে-তে আবহাওয়া কোনও সমস্যা তৈরি করেনি। পিচ কেমন হবে এই নিয়ে ধোঁয়াশায় দু-দলের অধিনায়কই। তবে আবহাওয়া এই ম্যাচেও কোনও বাধা তৈরি করবে না বলেই মনে করা হচ্ছে। বৃষ্টির পূর্বাভাস ৫০ শতাংশ। যদিও সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। পিচ কেমন হয় এবং দু-দলের ব্যাটাররা এর সঙ্গে কতটা মানিয়ে নিতে পারেন, সে দিকেই নজর।