ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে বিশ্রামে অধিনায়ক রোহিত শর্মা। তাঁর পাশাপাশি খেলছেন না বিরাট কোহলিও। তরুণ ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দেওয়াই লক্ষ্য। সে কারণেই এমন একাদশ। বিরাট কোহলি এবং রোহিত শর্মার জায়গায় একাদশে সঞ্জু স্যামসন ও বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল। গত ম্যাচে স্পিন সহায়ক পিচ ছিল। আজও পিচ থেকে সুবিধা পেলে, গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অক্ষর প্যাটেল। এই ম্যাচে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শেই হোপ। তাঁদের একাদশেও পরিবর্তন হল। প্রথম ওয়ান ডে জিতে সিরিজে ১-০ এগিয়ে রয়েছে ভারত। আজ জিতলেই সিরিজ ভারতের। ঘরের মাঠে গত পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আধডজন হার আটকানোই লক্ষ্য তাদের। ভারতীয় ব্যাটিং লাইন আপ দেখে কিছুটা দুর্বল মনে হতে পারে। যদিও অলরাউন্ডার বেশি থাকায় সমস্যা হওয়ার কথা নয়।
ভারতের একাদশ- শুভমন গিল, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, উমরান মালিক, মুকেশ কুমার
ওয়েস্ট ইন্ডিজ একাদশ- কাইল মেয়ার্স, ব্র্যান্ডন কিং, অ্যালিক আথানেজ, শেই হোপ, শিমরন হেটমায়ার, কেসি কার্টি, রোমারিও শেপার্ড, ইয়ানিক কারিয়া, আলজারি জোসেফ, গুডাকেশ মোতি, জেডেন সিলস