India vs West Indies 2023: সিরিজ জিতে কোহলিকে কৃতিত্ব দিলেন হার্দিক!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 02, 2023 | 3:05 AM

IND vs WI 2023, 3rd ODI: গত ম্যাচে হারের পরও যেমন খোলামেলা ভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, এ দিনও তাই। সিরিজের 'ফাইনাল' হওয়ায় বাড়তি তাগিদ পেয়েছেন, এমনটাই মনে করেন।

India vs West Indies 2023: সিরিজ জিতে কোহলিকে কৃতিত্ব দিলেন হার্দিক!
Image Credit source: Twitter

Follow Us

ম্যাচে বেশ কিছু ভালো পারফরম্যান্স। ব্যাটিংয়ে হোক বা বোলিংয়ে। সব শেষে অবশ্য ম্যাচের সেরা বেছে নেওয়া হল শুভমন গিলকে। ৮৫ রানের ইনিংস, দুটো ক্যাচ। ম্যাচের সেরা শুভমন গিল বলেন, ‘সিরিজে আমার প্রথম হাফসেঞ্চুরি। খুবই ভালো লাগছে।’ আরও যোগ করেন, ‘ব্যাটিংয়ের জন্য ভালো পিচ। বল পুরনো হওয়ার পর স্পিনাররা সুবিধা পেয়েছে। ওপেনার হিসেবে ভালো শুরু দেওয়াটা আমার দায়িত্ব। এই সিরিজে কিছুটা দায়িত্ব পালন করতে পেরেছি।’ অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং সিরিজ সেরা ঈশান কিষাণ কী বলছেন? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

সিরিজে তিন ম্যাচেই হাফসেঞ্চুরি। সিরিজ সেরার পুরস্কার জিতলেন ঈশান কিষাণ। যদিও নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নন। ঈশানের কথায়, ‘এই পিচে আমার আরও বড় ইনিংস খেলা উচিত ছিল। সিনিয়ররা যেমনটা সব সময় বলে থাকেন, সাধারণ প্লেয়ার থেকে গ্রেট হতে হলে শুরুটা শুধু ভালো করলে হবে না, বড় ইনিংস খেলতে হবে। আমারও সেটাই লক্ষ্য থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছি না। সামনে আরও সিরিজ নিয়ে ভাবছি। এরপর ওয়ান ডে বিশ্বকাপও রয়েছে।’

গত ম্যাচে হারের পরও যেমন খোলামেলা ভাবে সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, এ দিনও তাই। সিরিজের ‘ফাইনাল’ হওয়ায় বাড়তি তাগিদ পেয়েছেন, এমনটাই মনে করেন। তিনি নিজেও বিধ্বংসী ইনিংস খেলেছেন। সিরিজ জয়ের পর হার্দিক বলছেন, ‘নির্ণায়ক ম্যাচ বা এই ধরনের ম্যাচ, যেটার ওপর কিছু নির্ভর করে থাকে, বেশি উপভোগ করি। শুধু নরম্যাল একটা আন্তর্জাতিক ম্যাচে নায়ক হওয়া যায় না। আজকের ম্যাচে চাপ ছিল, সিরিজ জেতার তাগিদ ছিল। এই পরিস্থিতিতে যেভাবে তরুণরা ভালো পারফর্ম করল, সেটাই আসল। খেলাটা উপভোগ করা প্রয়োজন। প্রবল চাপের মুখেই সেরাটা বেরিয়ে আসে।’

মাত্র ৫২ বলে ৭০ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। সেই প্রসঙ্গে বলছেন, ‘শুরুতে আমার ইনিংসও মন্থর ছিল। একটু সময় নিচ্ছিলাম। আসলে, বিরাটের সঙ্গে এক দিন আগেই কথা হচ্ছিল। ও আমাকে কেরিয়ারের শুরু থেকেই দেখছে। খুব সাধারণ কিছু কথা বলেছিল বিরাট। ওর বার্তা ছিল, ক্রিজে কিছুটা সময় কাটাও, একটা বল মাঝব্যাটে খেললে, দেখবে আত্মবিশ্বাস চলে আসবে। সেটাই আমার কাজে লেগেছে। ওকেও কৃতিত্ব দিতে হবে।’

Next Article